TRENDING:

Sanjeeda Sheikh: 'বিয়ের পর থেকেই আমিরের মধ্যে...'! প্রাক্তন স্বামীকে নিয়ে এ কী বললেন ‘হিরামান্ডি’র সঞ্জিদা

Last Updated:

Sanjeeda Sheikh: বিয়ের আট বছর পর ২০২০ সালে যখন তাঁরা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন, তখন তাঁদের ভক্তরা কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক সময় হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় জুটি ছিলেন আমির আলি এবং সঞ্জিদা শেখ। বিয়ের আগে বহু বছর একে অপরকে ডেট করেছেন তাঁরা। ফলে বিয়ের আট বছর পর ২০২০ সালে যখন তাঁরা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন, তখন তাঁদের ভক্তরা কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কারণ তাঁরা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, এই জুটির সম্পর্ক একদিন ভেঙে চুরমার হয়ে যাবে।
advertisement

বিয়ের সময় আমির এবং সঞ্জিদা যৌথ ভাবে এক সাক্ষাৎকার দিয়েছিলেন। যেখানে সঞ্জিদা স্বীকার করে নিয়েছিলেন যে, বিয়ের পরে বদলে গিয়েছিলেন আমির। তবে সেটা অবশ্য ইতিবাচকই ছিল। আসলে সঞ্জিদা জানিয়েছিলেন যে, বিয়ের পরে আমির যেন আরও বেশি করে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে শিখে গিয়েছিলেন।

২০১৬ সালে হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে হিরামান্ডি অভিনেত্রী বলেছিলেন যে, “আমি প্রায় ১০ বছর ধরে ওকে চিনি। বিয়ের পর ওর মধ্যে প্রচুর বদল এসেছে। আসলে আমি নিজে যা মনে করি, সেই বিষয়ে মুখের উপর বলে দিতে পছন্দ করি। আর আমি চাইতাম আমার সঙ্গীও যেন আমার মতোই হন। আর এখন আমির তো এই বিষয়ে আমায় চমক দিতে রীতিমতো দক্ষ হয়ে উঠেছেন। আমার কাছে প্রেম-ভালবাসার অর্থ হল, নিজের সঙ্গীর সঙ্গে একান্তে কিছু সময় কাটানো। যখন আমরা ডেট করতাম, তখন দিনে প্রায় ১৬ ঘণ্টা কাজের পর আমি অন্তত একটা ঘণ্টা ওর সঙ্গে কাটানোর চেষ্টা করতাম। সপ্তাহে বেশ কয়েকটা দিন এই ছিল রুটিন।”

advertisement

আরও পড়ুন: রাজ না শুভশ্রী? কার মতো দেখতে ইয়ালিনিকে, মেয়ের মিষ্টি ছবি দিলেন নায়িকা, নেই রাখঢাক

আরও পড়ুন: মাদক পার্টি ঘিরে রহস্য! গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী, পরিচয় জানলে চমকে যাবেন

আমিরও এতে সহমত পোষণ করেছেন। অভিনেতা জানান, বিয়ের পরে তিনি আরও রোম্যান্টিক হয়ে গিয়েছেন। সঞ্জিদার কোন জিনিসটা তাঁর সবথেকে ভাল লাগে, সেই বিষয়ে আমির বলেন, “জীবনের প্রতি ওর ইতিবাচক মনোভাব আমার খুব ভাল লাগে। এটা দুর্দান্ত। তবে আমার আশা, ও স্পর্শকাতর হয়ে পড়াটা বন্ধ করুক। অবশ্য এটা নারীসুলভ আচরণ হতে পারে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্য দিকে আমিরের সততাই সবথেকে বেশি পছন্দ সঞ্জিদার। অভিনেত্রীর কথায়, “আমি ওর সততাকে ভালবাসি। আর আমার প্রতি ওর ব্যবহারটাও বেশ পছন্দ করি। আর আমি চাই, ও এমনই থাকুক। আমার বন্ধুরা বলে যে, ওরাও আমিরের মতো স্বামী কিংবা প্রেমিক চায়। তবে ওর উত্তেজনাটা কমুক, এটাই চাই। ওর আবার পরিচ্ছনতার একটা বাতিক রয়েছে। যেটা একদিক থেকে অবশ্য ভালই। কিন্তু আমি একেবারেই ওর মতো নিখুঁত নই।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sanjeeda Sheikh: 'বিয়ের পর থেকেই আমিরের মধ্যে...'! প্রাক্তন স্বামীকে নিয়ে এ কী বললেন ‘হিরামান্ডি’র সঞ্জিদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল