এই তথ্য সামনে আসতেই জল্পনা ছড়িয়েছে সঞ্জুবাবার জীবন কাহিনি নিয়ে ৷ কীভাবে এতজন নারীর সঙ্গে তিনি সম্পর্ক তৈরি করতেন ? এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল সবার মনে ৷ আর সেই তথ্যই ফাঁস করেছেন ‘সঞ্জু’ছবির পরিচালক রাজকুমার হিরানি ৷ কেমনভাবে তিনি মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন শুনলে আপনিও তাজ্জব বনে যাবেন ৷
advertisement
পরিচালক জানিয়েছে, মহিলাদের সঙ্গে কিছুদিন ডেটিংয়ের পর সঞ্জয় দত্ত একটি কবরের কাছে নিয়ে যেতেন পছন্দের নারীদের। সেই কবরকে তাঁর মা নার্গিসের কবর বলে বলতেন তিনি। যদিও আদতে তা নার্গিসের কবর ছিল না। কবরস্থানে নারীদের নিয়ে গিয়ে আবেগাপ্লুত হয়ে কথা বলতেন ৷ এর সঙ্গে মহিলাদের তিনি বলতেন, মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছেন তিনি। স্বাভাবিকভাবেই সেই নারী তখন আবেগতাড়িত হয়ে পড়তেন। আর এভাবে সঞ্জয় বারবার শয্যাসঙ্গীনি বানাতেন বিভিন্ন বয়সী নারীদের।