সাদা পোশাকে ছিলেন পাত্র-পাত্রী৷ এতদিনে সৌম্য-সন্দীপ্তার প্রেম কাহিনি সকলেরই জানা৷ দু’জনে একসঙ্গে নিয়মিত ঘুরতে যান৷ ভাল বন্ধু দু’জনেই৷ সেই বন্ধুত্ব থেকেই প্রেম এবং এবার চার হাত এক হচ্ছে ৭ ডিসেম্বর৷
অভিনয়ের পাশাপাশি সন্দীপ্তা দারুণ নাচতে পারেন৷ ফলে এই বিশেষ দিনে তিনিও নাচলেন প্রাণ খুলে৷ সেখানে যেমন ছিল তাঁর একার নাচ পরিবেশন, তেমনই বন্ধুদের সঙ্গেও জোট বেঁধে নাচলেন তিনি৷ এমনকী পরিবাররে সদস্যদেও দেখা গেল স্টেজ মাতাতে৷ এই নাচের জন্য বেশ কিছুদিন ধরে প্র্যাকটিসও করেছেন সকলে৷ সন্দীপ্তার খুব কাছে বন্ধু ত্বরিতা চট্টোপাধ্যায় শেয়ার করেছেন সেই সব ভিডিও৷
advertisement
এই দিনের অনুষ্ঠানের সাজের থেকে বিয়ের দিনের সাজ একেবারে আলাদা হবে, জানিয়েছে সন্দীপ্তা৷ এই দিন তিনি পরেন সাদা লেহেঙ্গা৷ তবে বিয়ের সাজে থাকবে একেবারে বাঙালিয়ানার ছোঁয়া৷
২০০৭ সালে ধারাবাহিক ‘দুর্গা’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি। তিনি যে টলিউডে লম্বা ইনিংস খেলবেন, তা শুরুতেই বুঝিয়েছিলেন সন্দীপ্তা সেন। এর পর কেটেছে বহু বছর। ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।
নভেম্বরের শেষ দিনে নিজেদের প্রি-ওয়েডিংয়ের ছবি শেয়ার করেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তিনি।
এবার সামনে এল সন্দীপ্তার বাগদানের ছবি৷ সাদা লেহেঙ্গায় সোনালি কাজ, সে ছবি হার মানাবে বলিউডি বিয়েকেও৷ সৌম্য়র পরনেও ছিল সাদা পাঞ্জাবি৷
রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সন্দীপ্তা আর সৌম্যর এনগেজমেন্টের ছবিগুলি।বাগদানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সোহিনী সরকার৷ প্রিয় বন্ধুর বাগদানের ছবি শেয়ার করে হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ নিজের বিয়ের সব অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করছেন সন্দীপ্তা৷ ‘বোলে চুরিয়া’ গানে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে৷ আংটি বদলের পরে খানিকটা আবেগপ্রবণও হয়ে পড়েন অভিনেত্রী৷