Urfi Javed Instagram Suspended: নামল শাস্তির খাঁড়া! বন্ধই কি হয়ে গেল উর্ফি জাভেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট?

Last Updated:

Urfi Javed Instagram Account: ইনস্টাগ্রাম তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসে। উর্ফিকে আর দেখতে পাওয়া যাবে না, এই ভেবে কেউ দুঃখ পেয়েছেন আবার কেউ আনন্দও প্রকাশ করেছেন!

Urfi Javed
Urfi Javed
মুম্বই: বিশ্বখ্যাত সোশ্যাল মিডিয়া সেনসেশন উর্ফি জাভেদ সবসময়ই খবরের শিরোনামে। তাঁর অনেক ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কখনও তাঁর বিচিত্র ফ্যাশনের কারণে আবার কখনও তার বিচিত্র বক্তব্যের কারণে তিনি হয়ে ওঠেন আলোচনার বিষয়। এবার সত্যিই তাঁর সঙ্গে ঘটে গেল এক কাণ্ড, যার জেরে উর্ফির জনপ্রিয়তা তলানিতে ঠেকতে পারে৷ নিয়মিত তাঁকে আর নাও দেখতে পারেন নেটিজেনরা৷
উর্ফি নিজেই এমন এক তথ্য দিয়ে সকলকে চমকে দিয়েছেন৷ উর্ফি একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে তাঁর ভক্তদের জানিয়েছেন এক গুরুত্বপূর্ণ তথ্য। তিনি ভক্তদের বলেছেন যে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। উর্ফি জাভেদ প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর সাহসী ছবি শেয়ার করে আলোড়ন সৃষ্টি করেন।
আরও পড়ুনBobby Deol : মদের নেশায় ডুবেছিলেন, বউয়ের টাকায় চলত সংসার! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলি অভিনেতা
ইনস্টাগ্রাম তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসে। উর্ফিকে আর দেখতে পাওয়া যাবে না, এই ভেবে কেউ দুঃখ পেয়েছেন আবার কেউ আনন্দও প্রকাশ করেছেন!
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement
উর্ফি ২টি স্ক্রিনশট শেয়ার করেছেন৷ প্রথমটায় লেখা যে, “উই সাসপেনন্ডেড ইওয় অ্যাকাউন্ট, উর্ফি”৷ মানে আমরা তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছি৷ আর অন্যটিতে লেখা লেখা, “আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেত। যত তাড়াতাড়ি এটি আবার সক্রিয় করা হয়৷ এখন আপনি লগ ইন করতে পারেন”৷
Urfi Javed's post Urfi Javed’s post
advertisement
উরফি জাভেদ প্রায়ই তাঁর সাহসী ছবিগুলির কারণে ট্রোলড হন। তাঁর ইনস্টাগ্রাম ভরে রয়েছে খোলা মেলা ছবি। ফলে তাঁর ছবি ইনস্টাগ্রামে ভাইরাল। কেউ কেউ এটা পছন্দ করেন আবার অনেকে সমালোচনা করেন।
অনেক সময় উর্ফির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করার দাবি জানান নেটিজেনরা৷ ইচ্ছা অল্প সময়ের জন্য পূরণ হয়েছিল তাঁদের এই দাবি তবে আবারও সেই অ্যাকাউন্ট পুনরুদ্ধার হয়েছে৷ ফলে উর্ফির ছবির চল বন্ধ হচ্ছে না, সেটা বলাই যায়৷
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed Instagram Suspended: নামল শাস্তির খাঁড়া! বন্ধই কি হয়ে গেল উর্ফি জাভেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement