'করুণাময়ী রাণি রাসমণী' ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া। প্রায় চার বছর টানা। পর্দায় রানিমার মৃত্যুর পর দিতিপ্রিয়া বিদায় জানান এই মেগাকে। তার পর সেখানেই আগমন হয় মা সারদারূপী সন্দীপ্তার। তাই একসঙ্গে অভিনয় করা হয়নি সে বার।
কিন্তু বাংলার এই দুই নায়িকার যোগসূত্র আসলে ১৪ বছর আগেই তৈরি হয়ে গিয়েছে। এসভিএফ-এর ধারাবাহিক 'দুর্গা'-তে মুখ্য ভূমিকায় অভিনয় করতেন সন্দীপ্তা। সেখানেই গৌরী হিসেবে দেখা যায় ছোট্ট দিতিপ্রিয়াকে।
advertisement
দিতিপ্রিয়ার কাছে ১৪ বছর আগের সেই সেই টুকরো টুকরো স্মৃতি খুবই আনন্দের। নিউজ18 বাংলাকে তিনি বললেন, "আমরা একই মেকআপ রুমে বসে খাওয়া দাওয়া করতাম এবং পড়াশোনা করতাম। পুঁচি (সন্দীপ্তাকে যে নামে ডাকেন দিতিপ্রিয়া) আমার কাছে অনুপ্রেরণা। সেই সময় ও মাস্টার্স করছে। দেখতাম কী ভাবে পড়াশোনা এবং অভিনয়কে সামলেছিল। তখনই ঠিক করে নিই যে আমাকেও এ ভাবেই দুটোকে সামলাতে হবে। আর আজও দেখা হলে পুঁচি আমাকে চকোলেট কিনে দেয়। যেন আমি ১৪ বছর আগের সেই ছোট্ট দিতিপ্রিয়া। আমরা আবার একসঙ্গে এসভিএফ-এরই প্রযোজনায় কাজ করছি, এটা ভেবেই রোমাঞ্চ হচ্ছে।''
আরও পড়ুন: প্রথম কেউ আমাকে মায়ের দেওয়া নামে ডাকে, প্রেমের কথা স্বীকার সন্দীপ্তার, বিয়ে কবে?
এসভিএফ-এর কর্ণধারদ্বয় মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মোহতাকে ধন্যবাদ জানালেন দিতিপ্রিয়া। পাশাপাশি তাঁর কৃতজ্ঞতা অদিতিকেও। তাঁরই পরিচালনায় 'অবশেষে' ছবিতেও কাজ করেছিলেন তিনি। আবারও পুরনো মানুষদের সঙ্গে একজোট হতে পেরে খুব খুশি দিতিপ্রিয়া।
আরও পড়ুন: নায়িকা হিসেবে প্রথম ছবির ঝুলিতে জাতীয় পুরস্কার, নিউজ18 বাংলার কাছে জেনে আত্মহারা দিতিপ্রিয়া
সদ্য তাঁর অভিনীত ছবি 'অভিযাত্রিক' জাতীয় পুরস্কার পেয়েছে। দিতিপ্রিয়া ছাড়া এই শুভ্রজিৎ মিত্রের এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তীও।