জানা যাচ্ছে, এখনও অনিয়মিত হৃদস্পন্দনের জন্য তাঁকে ওষুধ দেওয়া হচ্ছে। রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখার জন্য তাঁরে ওষুধ দেওয়া হচ্ছে। গতকাল সকালে রাইস টিউব সরিয়ে তাঁকে (Sandhya Mukhopadhyay health update) চা বিস্কুট খাওয়ানো হয়। এই মুহূর্তেও তিনি রাইস টিউব ছাড়াই খাবার খাচ্ছেন।
advertisement
অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি রয়েছে তাঁর। হৃদযন্ত্র ছাড়াও লিভারে সামান্য সমস্যা রয়েছে তাঁর। হিমোগ্লোবিনের মাত্রাও কম আছে। স্থিতিশীল হলেও এখনও অক্সিজেন সাপোর্টে আছেন গীতশ্রী (Sandhya Mukhopadhyay health update)। কিন্তু আর তাঁর জ্বর নেই। অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক সন্ধ্যা মুখোপাধ্যায়।
আরও পড়ুন- এক পর্দায় শাহরুখ-সলমন-হৃতিক! তিন সুপারস্টারকে নিয়ে জল্পনা তুঙ্গে
অ্যাপোলো হাসপাতালের আইসোলেশন রুমে রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay health update)। তিনি ডক্টর সুশান মুখোপাধ্যায় (ডিরেক্টর এবং এইচওডি কার্ডিওথোরাটিক সার্জারি) এবং কার্ডিওলজির এইচওডি ডক্টর প্রকাশ চন্দ্র মণ্ডলের চিকিৎসায় রয়েছেন। পালমোনলজিস্ট দেবরাজ জস ও সিনিয়র অর্থোপেডিক সার্জেন রঞ্জন কামিলিয়াও এই মেটিকেল টিমে রয়েছেন। জানা যাচ্ছে শুক্রবার সকালে সামান্য শারীরিক উন্নতি হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিছু রক্ত পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। তবে এখনও সঙ্কটমুক্ত নন তিনি।