Bollywood : এক পর্দায় শাহরুখ-সলমন-হৃতিক! তিন সুপারস্টারকে নিয়ে জল্পনা তুঙ্গে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bollywood : এবার শোনা যাচ্ছে, তিন সুপারস্টারকে নাকি একই পর্দায় একসঙ্গে দেখা যাবে। বিষয়টি নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে।
#মুম্বই: এবার বলিউডের (Bollywood) তিন সুপারস্টার এক পর্দায়। শাহরুখ খান, (Shah Rukh Khan) সলমন খান (Salman Khan) ও হৃতিক রোশন (Hrithik Roshan)। গোটা বিশ্বে তিনজনেরই অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না। আর এবার শোনা যাচ্ছে, তিন সুপারস্টারকে নাকি একই পর্দায় একসঙ্গে দেখা যাবে। বিষয়টি নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে।
সলমন খানের ছবি টাইগার ৩-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। আবার শাহরুখের আসন্ন ছবি পাঠান-এ সলমনের একটি ক্যামিও চরিত্র আছে। শোনা যাচ্ছে, এই দুই ছবির মধ্যে যে কোনও একটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকেও। তাঁর চরিত্র মেজর কবীর ঢালিওয়াল হিসেবে এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে তাঁকে। ২০১৯ এ মুক্তিপ্রাপ্ত ছবি ওয়ার-এ হৃতিক (Hrithik Roshan) এই চরিত্রে অভিনয় করেছিলেন।
advertisement
এই ছবিরও সিকোয়েল হচ্ছে। জানা যাচ্ছে এই সিকোয়েল তৈরি হলে তবেই পাঠান অথবা টাইগার ৩-তে দেখা যাবে হৃতিককে। এক সূত্রের কথায়, "যারা পাঠান ও টাইগার ৩-এর চিত্রনাট্য জানেন তাঁরা বলতে পারবেন আসলে হৃতিকের চরিত্রের সঙ্গে পাঠান বা টাগারের দেখা হওয়ার কথাই নয়। আদিত্য চোপড়া খুব কৌশল করে তাঁর স্পাই ছবির ফ্র্যাঞ্চাইজি তৈরি করছেন। একমাত্র ওয়ার ২ হওয়ার পরেই হৃতিকের চরিত্রটি পাঠান বা টাইগার ৩-এর সঙ্গে সাক্ষাৎ করতে পারে। এটাই প্রথম থেকে পরিকল্পনা হয়ে আছে।"
advertisement
advertisement
পাঠান ছবিটি শাহরুখের (Shah Rukh Khan) কামব্যাক ছবি হিসেবে ধরা হচ্ছে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। অন্যদিকে টাইগার ৩ নিয়েও দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে সলমনের (Salman Khan)বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে ওয়ার ২ নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। সেই ছবিতে আরও এক অভিনেতা টাইগার শ্রফকেও দেখা যাবে। তিনটি ছবিই বিগ ব্যানারের। আর তাই এই তিন চরিত্রকে এক জায়গায় দেখার জন্য দর্শকরা যে অপেক্ষা করে থাকবেন তা বলাই বাহুল্য।
advertisement
এক সূত্রের কথায়, "অনস্ক্রিন এই তিন চরিত্রের সাক্ষাৎ হওয়া অনেকটা অ্য়াভেঞ্জার এন্ড গেম-এ মতো হবে দর্শকদের জন্য। যেখানে সব হিরোরা একত্রিত হয়। আদিত্য চোপড়া চাইছেন, দর্শকরা এই সময়টার জন্যই অধীর আগ্রহ করে থাকুক। দেশের তিন মেগাস্টারের সাক্ষাৎ হবে এবং এটি ব্লকবাস্টার হবে। আমাদের এর জন্য অপেক্ষা করতে হবে এবং কী ভাবে এটা হয় তা দেখতে হবে।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2022 1:34 PM IST