এখনও বর্ষীয়ান গায়িকা অক্সিজেন সাপোর্টে আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনও সঙ্কটমুক্ত নন। এখনও তিনি করোনামুক্ত নয় বলেই জানা যাচ্ছে। শ্বাসকষ্ট, হালকা জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি হয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। কিংবদন্তি শিল্পীর চিকিৎসার জন্য এসএসকেএম-এ তৈরি হয়েছিল একটি মেডিকেল বোর্ড।
advertisement
অ্যাপোলোতেও ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন হয়েছে। আইসোলেশন রুমে রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay health update)। তিনি ডক্টর সুশান মুখোপাধ্যায় (ডিরেক্টর এবং এইচওডি কার্ডিওথোরাটিক সার্জারি) এবং কার্ডিওলজির এইচওডি ডক্টর প্রকাশ চন্দ্র মণ্ডলের চিকিৎসায় রয়েছেন। পালমোনলজিস্ট দেবরাজ জস ও সিনিয়র অর্থোপেডিক সার্জেন রঞ্জন কামিলিয়াও এই মেটিকেল টিমে রয়েছেন।
আরও পড়ুন- দিল্লির বাড়ি চড়া দামে বিক্রি করলেন অমিতাভ! মুম্বইতে রয়েছে আরও তিন বাড়ি, জানুন বিশদে
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, নতুন করে কোনও শারীরিক সমস্যা দেখা দেয়নি। তবে তাঁর রক্তচাপ কম, ভেসোপ্রেসর সাপোর্টের মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা হচ্ছে (Sandhya Mukhopadhyay Health Update)। ফুসফুস ও হৃদ্যন্ত্রের চিকিৎসা চলছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) একাধিক অঙ্গ ঠিকভাবে কাজ করছে না অর্থাৎ মাল্টি অর্গ্যান ডিসফাংশন রয়েছে। যা কিছুটা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকমহলে৷ তবে তাঁর গায়িকার জ্ঞান রয়েছে। রাইস টিউব নয়, মুখ দিয়েই খাবার খাচ্ছেন তিনি।
আরও পড়ুন- বিগবসের ফরম্যাটে নতুন শো! সঞ্চালনা কঙ্গনার, প্রথমেই সলমনকে খোঁচা অভিনেত্রীর
প্রসঙ্গত, প্রায় এক সপ্তাহ হতে চললেও তাঁর শারীরিক অবস্থায় বড় পরিবর্তন আসেনি৷ হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে দেখেছেন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান চিকিৎসক অসীম কুন্ডু এবং মেডিসিন-এর চিকিৎসক নীলাদ্রি সরকার। হাসপাতাল সূত্রে জানা যায়, দুটি ফুসফুসেই গভীর সংক্রমণ রয়েছে।