Amitabh Bachchan : দিল্লির বাড়ি চড়া দামে বিক্রি করলেন অমিতাভ! মুম্বইতে রয়েছে আরও তিন বাড়ি, জানুন বিশদে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan : দিল্লির গুলমোহর পার্ক অঞ্চলে অমিতাভের এই বাড়ির নাম ছিল সোপান। এই বাড়িটি বেশ চড়া দামেই বিক্রি করেছেন তিনি।
#মুম্বই: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মুম্বইতে বেশ কিছু সম্পত্তি আছে। সম্প্রতি দিল্লিতে নিজের একটি বাড়ি বিক্রি করে দিলেন তিনি। দিল্লির গুলমোহর পার্ক অঞ্চলে অমিতাভের এই বাড়ির নাম ছিল সোপান। এই বাড়িটি বেশ চড়া দামেই বিক্রি করেছেন তিনি।
জানা যাচ্ছে দিল্লির এই বাড়ি নাকি ২৩ কোটি টাকায় বিক্রি করেছেন বিগবি (Amitabh Bachchan)। দিল্লির এই বাড়িতে অভিনেতার বাবা হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন থাকতেন। জানা যাচ্ছে, Nezone গ্রুপের কর্ণধার অভনী বেডার নাকি এই বাড়ি কিনে নিয়েছেন। এঁদের সঙ্গে বচ্চন পরিবারের পরিচয় ৩৫ বছরেরও বেশি। গত ৭ ডিসেম্বর অমিতাভের এই ৪১৮.০৫ বর্গমিটারের এই বাড়ি রেজিস্ট্রি হয়েছে।
advertisement
advertisement
অভনী এক সংবাদমাধ্যমের কাছে বাড়িটি সম্পর্কে বলেছেন, "এটা পুরনো দিনে তৈরি বাড়ি। তাই এটাকে ভেঙে নতুন করে আমরা নিজেদের মতো তৈরি করব। আমরা এই এলাকায় বহুদিন ধরে আছি। আরও কিছু সম্পত্তির খোঁজ করছিলাম কিছুদিন ধরেই। এই অফারটি আসতেই আমি হ্যাঁ করে দিই এবং কিনে ফেলি।"
advertisement
দক্ষিণ দিল্লির রিয়েল এস্টেট এজেন্ট প্রদীপ প্রজাপতি বলেছেন, "তেজি বচ্চন একজন ফ্রিলান্স সাংবাদিক ছিলেন। গুলমোহর পার্ক হাউজিং সোসাইটির সদস্য ছিলেন তিনি। মুম্বই যাওয়ার আগে অমিতাভ এখানে থেকেছেন। পরে তাঁর বাবা মাও এখান থেকে চলে যান। তার পর থেকে বহু বছর এই বাড়িতে কেউ থাকেনি।"
কিছুদিন আগে মুম্বইয়ের আন্ধেরিতে লোখান্ডওয়ালা রোডের একটি বাড়িও ভাড়ায় দিয়েছেন অমিতাভ (Amitabh Bachchan)। এই ডুপ্লেক্স বাড়ির দাম ৩১ কোটি টাকা। বাড়িটি ভাড়ায় নিয়েছেন অভিনেত্রী কৃতী স্যানন। প্রতি মাসে ১০ লক্ষ টাকা ভাড়া দেন কৃতী। বর্তমানে জুহুতে পরিবারের সঙ্গে থাকেন অমিতাভ। তাঁর বাড়ির নাম জলসা। প্রযোজক এনসি সিপ্পি থেকে এই বাড়ি কিনেছিলেন বিগবি। দোতলা এই বাড়িটি আয়তনে ১০,১২৫ বর্গফুট।
advertisement
এছাড়াও বচ্চন পরিবারের আরও একটি বাড়ি আছে মুম্বইয়ের বাড়িতে। এর নাম প্রতীক্ষা। এখানে বাবা মায়ের সঙ্গে থাকতেন তিনি। ১৯৭৬ সালে অভিনেতা এই বাড়ি কেনেন। এই বাড়িতেই ২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা বচ্চন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2022 9:53 AM IST