TRENDING:

Sana Khan: বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে-সংসারে মন! মা হলেন একদা জনপ্রিয় অভিনেত্রী সানা খান

Last Updated:

Sana Khan: ২০২০ সালে তিনি বিয়ে করে নেন মুফতি আনাস সঈদকে। এর পর সংসারেই মন দিয়েছিলেন সানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বলিউডের পরিচিত মুখ। সাফল্য পাচ্ছিলেন ছোট পর্দাতেও। ঠিক যে সময়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছচ্ছিলেন, তখনই জাঁকজমকের দুনিয়া থেকে সরিয়ে নেন সানা খান। ধর্মের জন্য অভিনয় ত্যাগ করেন অভিনেত্রী। ২০২০ সালে তিনি বিয়ে করে নেন মুফতি আনাস সঈদকে। এর পর সংসারেই মন দিয়েছিলেন সানা। স্বামীর সঙ্গে কাটানো নানা মুহূর্তও ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে। এ বার দুই থেকে তিন হলেন তাঁরা। শুরু হল নতুন অধ্যায়। সম্প্রতি পুত্রসন্তানের মা হলেন সানা।
advertisement

সুরতের ব্যবসায়ী মুফতি আনাস সঈদকে ২০২০-র নভেম্বরে বিয়ে করেন সানা। চলতি বছরের মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেন তিনি। এ বার নতুন অতিথির আগমনের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন। সানা এবং তাঁর স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে একরত্তির ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা।

অতীতে এক সাক্ষাৎকারে সানা জানিয়েছিলেন, মা হয়ে নতুন পথ চলা শুরু করার জন্য তিনি মুখিয়ে আছেন। আপাতত একরত্তিকে নিয়েই সময় কাটছে তাঁদের।

advertisement

আরও পড়ুন: বাকি টাকা দেব না, পিকনিক করব! সাহানাকে ডেকে অপমান শিক্ষকদের, বিস্ফোরক গায়িকা

আরও পড়ুন: পাঁচ বছর আবার একজোট সৃজিত-জয়া, ‘মুখিয়ে আছি’, একান্ত কথোপকথনে কী বললেন পরিচালক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এক সময়ে বড় পর্দায় চুটিয়ে কাজ করেছেন সানা। ‘বিগ বস’-এর সুবাদে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। আপাতত বিনোদন জগৎ থেকে দূরে নিজের মতো করে সংসার সাজিয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sana Khan: বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে-সংসারে মন! মা হলেন একদা জনপ্রিয় অভিনেত্রী সানা খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল