মজাদার খুনসুটি এখানেই শেষ হয়নি। হট সিটে তন্ময়ের সঙ্গে বসেছিলেন সময়। অন্য দিকে দর্শকাসনে ছিলেন ভুবন। অমিতাভের কাছে ‘শাহেনশাহ’ ছবির একটি দৃশ্যের কথা জিজ্ঞাসা করেন সময়। আসলে বিষাক্ত ক্ষীর খাওয়ার দৃশ্যটির বিষয়েই ছিল সেই প্রশ্ন। জবাবে বলিউডের শাহেনশাহ বলেন, “রিশতে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ।” এদিকে ছাড়ার পাত্র নন সময়ও। সঙ্গে সঙ্গে মজা করে বলে ওঠেন, “আপনে বেটা বানা গহি দিয়া হ্যায়, তো প্রপার্টি মে থোড়া হিস্সা?” অর্থাৎ “আপনি যখন আমায় ছেলে বানিয়েই ফেলেছেন, তখন সম্পত্তির অল্প ভাগ দিতে পারেন?” আর এই কথা শুনে রীতিমতো হেসে গড়িয়ে পড়েন স্বয়ং অমিতাভ।
advertisement
এখানেই শেষ নয়। সময় এ-ও জানান যে, অমিতাভের জুহুর বিলাসবহুল বাংলো জলসায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন তিনি। তবে সেখানে গিয়ে নিরাপত্তা রক্ষীদের তাড়া খেয়েছিলেন তিনি। জনপ্রিয় ইউটিউবার আরও জানান যে, নিরাপত্তা কর্মীদের হাতে তিনি এবং তাঁর ঠাকুরমা মার পর্যন্ত খেয়েছিলেন। তাই ভিডিও ক্লিপের শেষে সময়কে অবিশ্বাসের সুরে বলতে শোনা যায় যে, “মুঝে বিলিভ নেহি হো রাহা হ্যায় স্যার, আপকো হামারে সাথ বয়ঠনা পর রাহা হ্যায় (আপনাকে আমাদের সঙ্গে বসতে হচ্ছে, এটা আমি বিশ্বাস করতে পারছি না।)।”
আরও পড়ুন: মাধ্যমিকে বাংলায় ছাঁকা নম্বর তোলার লাস্ট মিনিট সাজেশন, নম্বর বাড়াতে জানুন বিশেষজ্ঞর টিপস
প্রসঙ্গত, ‘কমিকস্তান সিজন ২’-এ আকাশ গুপ্তার সঙ্গে যুগ্ম বিজেতা হয়ে খ্যাতির শীর্ষে উঠে এসেছিলেন সময় রায়না। এরপর তিনি ইউটিউবে নিজের বিতর্কিত রোস্ট শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ চালু করেছিলেন। দাবাপ্রেমী এই ইউটিউবার করোনা অতিমারীর সময় দাবার ম্যাচও স্ট্রিমিং করতেন। তাঁর অনন্য প্রতিভা এবং সাহসী রসবোধের মাধ্যমে দর্শকদের বুঁদ করে রাখতে পারেন সময় রায়না।