TRENDING:

লাল শিফন শাড়িতে লাস্যময়ী জ্যাকলিন, ছবি পোস্ট করলেন সলমন !

Last Updated:

তাহলে আবার পুরনো প্রেম ফিরছে সলমনের ? না, না ক্যাটরিনা কাইফ নয়, বরং ক্যাটরিনার পর সলমনের প্রেমিকা হিসেবে গুঞ্জনে এসেছিলেন জ্যাকলিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তাহলে আবার পুরনো প্রেম ফিরছে সলমনের ? না, না ক্যাটরিনা কাইফ নয়, বরং ক্যাটরিনার পর সলমনের প্রেমিকা হিসেবে গুঞ্জনে এসেছিলেন জ্যাকলিন ৷ এমনকী, রটে গিয়েছিল সলমনের জন্যই নাকি একের পর এক ছবিতে অভিনয় করার সুযোগ পাচ্ছেন জ্যাকলিন ৷ রটেছিল জ্যাকলিনের প্রেমে মজে নাকি, নায়িকাকে একটি ফ্ল্যাট ও রেস্তোরাঁ-ও উপহার দিয়েছিলেন সলমন !
advertisement

তবে এই নিয়ে বলিউডে নানা গুঞ্জন রটলেও, জ্যাকলিন ও সলমন কিন্তু এ ব্যাপারে কোনও মন্তব্যই করতে চাননি ৷ উল্টে, সলমনকে নিজের প্রিয় বন্ধু বলেই জানিয়েছেন জ্যাকলিন ৷ অন্যদিকে, সলমনও তাই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

তবে এবার সলমনের ইনস্টাগ্রামে লাল শাড়িতে লাস্যময়ী জ্যাকলিনের ছবি পোস্ট করে, সেই পুরনো গুঞ্জনকেই যেন উসকে দিলেন সলমন৷ সল্লু ভাইয়ের ইনস্টাগ্রামে জ্যাকলিনের ছবি দেখে নেটিজেনরা তো রীতিমতো শুরু করে দিয়েছেন শোরগোল ! অনেকে তো বলছেন, পুরনো প্রেম হয়তো ‘রেস থ্রি’র মধ্যে দিয়েই ফুটে উঠল !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
লাল শিফন শাড়িতে লাস্যময়ী জ্যাকলিন, ছবি পোস্ট করলেন সলমন !