TRENDING:

সলমন নাকি ‘টিউবলাইট’, সব কিছুই দেরিতে বোঝেন !

Last Updated:

শিরোনাম পড়ে চমকে যাবেন না ৷ প্রথমেই না হয় গল্পের নটে গাছটাকে কেটে ফেলা যাক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শিরোনাম পড়ে চমকে যাবেন না ৷ প্রথমেই না হয় গল্পের নটে গাছটাকে কেটে ফেলা যাক ৷ আসলে পুরো ব্যাপারটাই পরিচালক কবীর খানের নতুন ছবি ‘টিউবলাইট’ নিয়ে ৷ আর এই গল্পের সুলতান হলেন সলমন খান !
advertisement

‘সুলতান’-এক শ্যুটিং শেষ হওয়ার আগেই কবীর খানের নতুন ছবির জন্য সাইন করে ফেলেছিলেন সলমন ৷ ছবির নাম ‘টিউবলাইট’ ! আর এই ছবিতে সলমন একেবারেই থাকছেন না বিন্দাস দাবাং সুলতান চরিত্রে ! বরং এই ছবিতে সলমনকে দেখা যাবে একেবারেই সাধারণ এক মানুষের চরিত্রে ৷ যে কিনা সব কিছুই শেখে দেরিতে ! এরকমই এক গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক কবীর খান ৷

advertisement

কবীর খান জানিয়েছেন, ‘টিউবলাইট একটা প্রেম কাহিনি যা তৈরি হয়েছে ১৯৬৩ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ৷ আর সলমন খানের চরিত্রটি একটি চীনা মেয়ের প্রেমে পড়বে !’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, এই ছবিতে শুধু সলমন খান নয়, সলমনের বিপরীতে থাকবেন তাঁর ভাই সোহেল খানও ৷ আর চীনের এক অভিনেত্রীও অভিনয় করবে ‘টিউবলাইট’-এ ৷ আপাতত, কবীর খান, সলমন খান ছবির শ্যুটিংয়ের জন্য রয়েছেন লাদাখে ৷ তবে সলমন খানের ইচ্ছেতেই নাকি অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ছবির শ্যুটিং ৷ কবীর খান জানিয়েছেন, সলমন নাকি চাইছেন লাদাখ ঘুরতে ৷ আর এ ব্যাপারে সলমনের সফরসঙ্গী কবীর খানই !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমন নাকি ‘টিউবলাইট’, সব কিছুই দেরিতে বোঝেন !