TRENDING:

নায়ক নয়, এবার সলমন শুধুই আইটেম বয় !

Last Updated:

বলিউডে সলমন খানের যদি প্রাণের বন্ধু কেউ থাকেন তাহলে তিনি হলেন নায়ক অঝয় দেবগণই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে সলমন খানের যদি প্রাণের বন্ধু কেউ থাকেন তাহলে তিনি হলেন নায়ক অঝয় দেবগণই ৷ এরকমটা দেখা গিয়েছে, অজয় দেবগণ সলমনের কাছে যখনই কোনও আবদার করেছেন, সলমন কিন্তু শত কাজ ছেড়েও সারা দিয়েছেন অজয় দেবগণের ৷ তবে ব্যাপারটা যে শুধু এক তরফা, তা একেবারেই নয় ৷ অজয়ও কিন্তু সব সময়ই পাশে দাঁড়িয়েছেন সলমনের !
advertisement

কাব্যটা হল, অজয় দেবগণ আপাতত ব্যস্ত তাঁর বিশাল খরচাবহুল ছবি ‘শিবায়ে’ নিয়ে ৷ আর এই ছবির ইউএসপিকে আর একটু বাড়িয়ে তুলতেই নাকি অজয় টুক করে ছবির মধ্যে ঢুকিয়ে ফেলেছেন একটা আইটেম নম্বর ৷ আর এই আইটেম নন্বরে আর কেউ নন, আইট বয় হিসেবে দেখা যাবে সলমন খানকে !

বলিউডে গুঞ্জন, অজয়ের এই আইটেম প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন সলমন খান৷ খুব শীঘ্রই অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবির আইটেম গানের জন্য শ্যুটিং সেরে ফেলবেন সলমন খান !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে অজয় দেবগণের ‘সন অফ সর্দার’ ছবির এক আইটেম গান ‘পো পো’-তেও দেখা গিয়েছিল সলমন খানকে !

বাংলা খবর/ খবর/বিনোদন/
নায়ক নয়, এবার সলমন শুধুই আইটেম বয় !