সূত্র বলছে, আগামী ১৩ মে অর্থাৎ শনিবার তিলোত্তমায় পা রেখেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এবং তারপরই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ চলতি মাসের ১৩ তারিখ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নিতে চলেছেন সলমন খান৷ সলমনের টিমের পক্ষ থেকেই চূড়ান্ত শিলমোহর দেওয়া হয়েছে৷ অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বুকিং৷ ঝড়ের গতিতে টিকিট বিক্রি হচ্ছে৷ মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট৷ তারপর আরও বেশি মূল্যের টিকিট রয়েছে৷ যেমন- ১৫০০, ১৬৫০, ২৫০০, ৩৫০০ টাকার টিকিটও রয়েছে৷ তবে সর্বোচ্চ টিকিটের দাম ২৫ হাজার টাকা৷ জানা গিয়েছে, ‘ভাইজান জোন’,’টাইগার জোন’, ‘ওয়ান্টেড জোন’-এ বসে সলমনের কনসার্ট দেখতে পারবেন দর্শকরা৷
advertisement
আরও পড়ুন-এ কী! শুভশ্রীকে ছেড়ে কাকে চুম্বন করছেন রাজ, বিবাহবার্ষিকীতে ফাঁস হল ছবি
আরও পড়ুন-এ কী বিকট চেহারা! মুখ ফুলে ঢোল, দিশার আসল রূপ দেখে আঁতকে উঠলেন ভক্তরা
এর আগেও শোনা গিয়েছিল, জানুয়ারি মাসে ‘দ্য-ব্যাং’ ট্যুরের অংশ হিসেবে কলকাতায় আসছেন ভাইজান৷ যদিও সেই পরিকল্পনা সফল হয়নি৷ এবার পাকাপাকিভাবে কলকাতায় আসতে চলেছেন সলমন খান৷ ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে কনসার্ট৷ তবে সলমন একা নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাতে থাকবেন আরও একঝাঁক তারকা৷ সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ূশ শর্মা, প্রভু দেবাও এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে৷ কনসার্টের দিন কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকবেন সলমন খান৷
