TRENDING:

KIFF 2023: বাংলা সিনেমায় কাজ করার ইচ্ছা সলমনের! ভাইফোঁটায় ভাইজানকে আমন্ত্রণ মমতার

Last Updated:

29th Kolkata International Film Festival 2023 : এদিন সলমন বলেন, 'এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেতে কাজের সুযোগ দেওয়া উচিত আমাদের।' 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই প্রথম চলচ্চিত্র উৎসবের মঞ্চে সলমন খান৷ ভাইজানকে তাঁর নিজের আঁকা ছবি তুলে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মঞ্চে সলমন উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক। হর্ষধ্বনিতে ফেটে পড়েন তাঁরা। স্বভাবসিদ্ধ রসিকতায় তিনি বলেন, “আপনারা এ ভাবে চিৎকার করতে থাকুন। আমাকে কথা বলার সুযোগ দেবেন না। কারণ বলার আর কিছু নেই। কারণ আমার বলার কিছু নেই। সিনিয়ররাই সব বলে দিয়েছেন।” এর পরেই বাংলায় তিনি প্রশ্ন করেন, “কেমন আছ?” ‘ভাইজান’-কে উত্তর দিতে আরও একবার  উল্লাসে ফেটে পড়ে গোটা অডিটোরিয়াম। এদিন সলমন বলেন, ‘এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেতে কাজের সুযোগ দেওয়া উচিত আমাদের।’
সলমন খান চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবে
সলমন খান চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবে
advertisement

আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি- স্পেন। সেই সঙ্গে স্পেশ্যাল ফোকাস কান্ট্রি- অস্ট্রেলিয়া।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছর ৩৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হবে মোট ২৩ টি ভেন্যুতে। এরমধ্যে রয়েছে ১৬৯ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যালের কিছু ছবি।

advertisement

উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ও উত্তম কুমার- তনুজা অভিনীত ছবি ‘দেওয়া নেওয়া’। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৩ সালে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

শুরু থেকেই উচ্ছ্বাসের আমেজ উদ্বোধনী অনুষ্ঠানে। অরিজিৎ সিংয়ের কণ্ঠে অনুষ্ঠানের থিম সংয়ে মেতে উঠেছেন অতিথিরাও। সেই আনন্দ-আগ্রহ দুই সঞ্চালক জুন মালিয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের চোখ এড়ায়নি।  তাঁদের অনুরোধেই সেই গানে মঞ্চে নেচে উঠলেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট এবং সোনাক্ষী সিনহারা। হাসিমুখে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ হেন দৃশ্য বিরল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
KIFF 2023: বাংলা সিনেমায় কাজ করার ইচ্ছা সলমনের! ভাইফোঁটায় ভাইজানকে আমন্ত্রণ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল