প্রসঙ্গত ১৯৬৪ সালের নভেম্বরে সেলিম খানের সঙ্গে বিয়ে হয় সলমার। খান দম্পতির চার সন্তান। সলমনের পাশাপাশি আরবাজ, সোহেল এবং আলভিরাও আজ তারকা। সুপারস্টার সলমন সদ্য ঘুরে গেলেন কলকাতা থেকে। ‘দাবাং ট্যুর রিলোডেড’ অনুষ্ঠান জমিয়ে দেওয়ার পাশাপাশি তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।
advertisement
শনিবার সলমনের সঙ্গে এই ‘দাবাং ট্যুর রিলোডেড’ অনুষ্ঠানে পারর্ফম করেন সোনাক্ষী সিন্হা, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রানধাওয়ারা। ভাইজানের সঙ্গে কলকাতা সফরে হাজির ছিল একজন বিশেষ খুদে অতিথিও। সে হল অর্পিতা খান ও আয়ুষ শর্মা তিন বছরের মেয়ে আয়ত। কলকাতা থেকে মুম্বই ফেরার পরই ভাইজানের তরফে এল মাতৃদিবসের মন ভাল করা পোস্ট।
এর আগেও সলমন তাঁর মাকে নিয়ে আবেগঘন স্মৃতি উজাড় করে দিয়েছেন সংবাদমাধ্যমে। বলেছেন, ‘‘মনে পড়ে ছোটবেলায় মা বাড়ির বাইরে কোথাও গেলেই আমিও আঁচল ধরে ছুটতে শুরু করতাম আর কাঁদতাম। আরও একটা কথা মনে পড়ে। মা আমাকে ভাত আর ডাল খাইয়ে দিতেন। যেদিন তিনি নিজের হাতে খাওয়াতেন না, আমি খাওয়াই বন্ধ করে দিতাম।’’ গত বছর মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে সলমন লিখেছিলেন ‘মায়ের কোল হল স্বর্গ’।
কাজের জগতে সলমন এই মুহূর্তে ‘টাইগার থ্রি’-র শ্যুটিং করছেন। মনীশ শর্মা পরিচালিত এ ছবির নায়িকা ক্যাটরিনা কইফ। এছাড়া শাহরুখের ‘পঠান’-এও সলমনকে দেখা গিয়েছে ক্যামিও ভূমিকায়।