মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ আচমকাই পহেলগাঁওয়ের ভ্যালিতে হামলা চালায় জঙ্গিরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জঙ্গিরা প্রত্যেকেই এসেছিল সেনার পোশাকে। তাদের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। তাতে লাগানো ছিল ক্যামেরা। ২৭ জনকে পর পর খুনের সময় হেলমেটে লাগানো ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও করছিল তারা। ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর শাখা সংগঠন টিআরএফ। কিছু প্রতিবেদনে উঠে এসেছে যে জঙ্গিরা তাদের ধর্ম সম্পর্কেও জিজ্ঞাসা করে। ভরা পর্যটন মরশুমে পহেলগাঁওর মতো জায়গায় জঙ্গি এই কর্মকাণ্ড সারা বিশ্বের মানবতাকে নাড়া দিয়েছে। নিরীহ পর্যটকদের উপর আক্রমণকে কেউ ন্যায্যতা দিতে পারে না।
advertisement
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আম জনতা থেকে তারকারা৷ সলমন খান এক্স হ্যান্ডেলে লিখেছেন কাশ্মীর, স্বর্গ রাজ্য পাল্টে যাচ্ছে নরকে৷ সাধারণ মানুষকে এভাবে লক্ষ্য করে মারা হচ্ছে৷ এতে আমি অত্যন্ত মর্মাহত৷ কোনও একজন মানুষের গোটা পৃথিবীর মৃত্যুর সমান৷
ইতিমধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরে এসেছেন। তিনি মঙ্গলবারই সৌদি আরবে পৌঁছেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরে আছেন এবং তিনি সারা রাত ধরে গুরুত্বপূর্ণ বৈঠক চালিয়ে গিয়েছেন। ইতিমধ্যে, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।