TRENDING:

Salman Khan: বিগ বসের ঘরে প্রকাশ্যে চুম্বন! এসব হচ্ছেটা কী? রেগে আগুন হয়ে শো ছাড়ছেন সলমন, দিলেন ইঙ্গিত

Last Updated:

Salman Khan: শনিবার সন্ধ্যায় নতুন প্রোমোতেই সলমনের ক্ষোভ প্রকাশ্যে এসেছে৷ সপ্তাহের শেষ প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ হয় ভাইজানের৷ সেখানেই মেজাজ হারালেন শো-এর সঞ্চালক৷ এমনকী শো ছাড়ারও ইঙ্গিত দিলেন অভিনেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সলমন খানের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে থাকে দর্শকদের৷ সম্প্রতি শুরু হয়েছে বিগ বস ওটিটির দ্বিতীয় সিজন৷ যেখানে সঞ্চালনা করছেন সলমন খান৷ তবে বিগ বসের ঘরে প্রকাশ্যে যা কাণ্ড ঘটছে, তা দেখে সকলেরই চক্ষু চড়কগাছ৷ বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী৷ ইতিমধ্যেই এই চুম্বন এখন টক অফ দ্য টাউন৷ নেটদুনিয়ায় এই চুম্বন নিয়ে কম চর্চা হচ্ছে না৷
advertisement

বিগ বস প্রতিযোগী অবিনাশের চ্যালেঞ্জ নিয়েই এই চুমু খেয়েছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী৷ যা রীতিমতো চর্চায় ৷ তবে প্রকাশ্যেই এই চুম্বন দেখেই রেগে আগুন হয়েছেন শো-এর সঞ্চালক সলমন খান৷ ৩০ সেকেন্ডের বেশি সময় ধরে চলেছে এই চুম্বন, আর তাতেই বেজায় চটেছেন সলমন৷ জানা যাচ্ছে, এই টাস্কে একবারেই সম্মতি ছিল না সলমনের৷ তারপরেও এমন ধরনের ঘটনা ঘটায় বেজায় রেগে গিয়েছেন ভাইজান৷

advertisement

আরও পড়ুন-দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অনীক ধর, স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে বললেন ‘হাম দো হামারে দো’

আরও পড়ুন-টাকা দেননি প্রযোজক, ‘গদর ২’ মুক্তির আগে বিস্ফোরক অভিযোগ আমিশার, ফাঁস হতেই তোলপাড়

শনিবার সন্ধ্যায় নতুন প্রোমোতেই সলমনের ক্ষোভ প্রকাশ্যে এসেছে৷ সপ্তাহের শেষ প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ হয় ভাইজানের৷ সেখানেই মেজাজ হারালেন শো-এর সঞ্চালক৷ এমনকী শো ছাড়ারও ইঙ্গিত দিলেন অভিনেতা৷ উইকেন্ড কা ভার এপিসোডে এসে সলমন বলেন, তোমরা সবাই ভাবছ, এই সপ্তাহে যা ঘটেছে, সেটাই পুরো সপ্তাহের চর্চার বিষয়৷ আসলে এটা তোমাদের পরীক্ষা ছিল৷ তোমাদের শিক্ষা,সংস্কার এবং পারিবারিক মূল্যবোধের৷ তোমরা যা করেছ, তার জন্য ক্ষমা চাইতে হবে না৷ কারণ এই ক্ষমার যোগ্য তোমরা নও৷ আমি বেরোচ্ছি এই শো থেকে৷ একথা বলেই মঞ্চ থেকে বেরিয়ে যান সলমন৷ তারপরই শুরু হয়েছে জল্পনা৷ সত্যিই কি শো ছেড়ে দেবেন ভাইজান, তার অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: বিগ বসের ঘরে প্রকাশ্যে চুম্বন! এসব হচ্ছেটা কী? রেগে আগুন হয়ে শো ছাড়ছেন সলমন, দিলেন ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল