দীপাবলিতে মুক্তি পেয়েছে সালমান খানের ছবি টাইগার৩। এরই মধ্যে IFFI 2023-তে অংশ নিতে গিয়ে তাঁর চুমুকাণ্ড নজর কেড়েছে৷
আরও পড়ুন“মাকে যখন অন্য হিরোর সঙ্গে দেখি”….কথা বলতে বলতে আবেগতাড়িত হলেন মিঠুন পুত্র
IFFI -তে সলমন খানকে দেখে অনুষ্ঠানে বিপুল ভিড় জমে যায়। এদিকে, অভিনেতা এক মহিলার কাছে গিয়ে হঠাৎ তাকে চুমু খেলেন। সলমনের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
advertisement
আলিজেহ অগ্নিহোত্রী, সলমেনর ভাগ্নির বলিউড অভিষেক হচ্ছে ‘ফররে’ ছবিতে। IFFI 2023 এর মঞ্চ আগে ছবিটির প্রিমিয়ার করার জন্য বেছে নেওয়া হয়েছিল। সেই ছবির স্পেশ্যাল স্ক্রিনিং-এ হাজির তাঁর মামা সলমন৷ স্বাভাবিক ভাবেই সলমনের উপস্থিতিই নজর কেড়েছিল সকলের মধ্যে৷ আর এসবের মাঝে এক উৎসাহী ভক্ত এগিয়ে আসেন যাকে চুমু খান সুপারস্টার৷ IFFI 2023-এ, অভিনেতার দৃষ্টি ভিড়ের মধ্যে একজন মহিলার দিকে পড়েছিল। ভাইজান তৎক্ষণাৎ তাঁর কাছে গিয়ে হাসিমুখে মহিলাটির কপালে চুমু খেলেন। এই দেখেই সকলে অবাক হন আর শুরু হয় ক্যামেরার ঝলকানি! ব্যস ভাইরাল ছবি ও ভিডিও৷
তবে কাকে দেখে সলমন এগিয়ে এসে চুমু খেলেন? কে তিনি? তাই নিয়ে প্রশ্ন সকলের মনে৷ সলমন খান যে মহিলাকে চুম্বন করেন তিনি একজন সিনিয়র সাংবাদিক এবং অভিনেতার ভাল বন্ধু।
‘ফররে’ ছবিতে আলিজেহ অগ্নিহোত্রীর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রসন্ন বিষ্ট, সাহিল মেহতা এবং জেন শও। Farre পরিচালনা করেছেন সৌমেন্দ্র পাধি, যিনি IFFI 2023-এও অংশগ্রহণ করেছিলেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F