TRENDING:

‘এবার থেকে কম কথা বলব’: সলমন খান

Last Updated:

সলমনের ‘ধর্ষণ’ মন্তব্য নিয়ে গোটা দুনিয়া তোলপাড় ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সলমনকে নিয়ে বচসা, বিতর্কের শেষ নেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সলমনের ‘ধর্ষণ’ মন্তব্য নিয়ে গোটা দুনিয়া তোলপাড় ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সলমনকে নিয়ে বচসা, বিতর্কের শেষ নেই ৷ সলমনকে ‘ছিঃ ছিঃ’ বলতে ব্যস্ত আট থেকে আশি ৷ এমনকী, সলমনের হয়ে গোটা দুনিয়ার কাছে ট্যুইট করে ক্ষমাও চেয়েছেন সলমন পিতা সেলিম খানও ৷ ক্ষমা চেয়েছেন সলমনের দুই ভাই আরবাজ ও সোহেল ! বলিউড থেকে সলমনের পাশে দাঁড়িয়েছেন সুভাষ ঘাই, নওয়াজুদ্দিন সিদ্দিকি ! কিন্তু এত কিছুর পরেও, খোদ সলমন কিন্তু ক্ষমাও চাননি, আবার মুখও খোলেননি এতদিন ৷ তবে এবার বললেন সলমন ৷ যা বললেন তা নিয়ে ফের জমা হয়েছে নতুন বিতর্ক !
advertisement

সম্প্রতি আইফা পুরস্কারের জন্য মাদ্রিদে উড়ে গিয়েছেন সলমন খান ৷ সেখানেই সংবাদমাধ্যমের কাছে সলমন মুখ খুললেন ‘ধর্ষণ’ মন্তব্য নিয়ে, তবে সোজাসুজি নয় বরং রসিকতার রং লাগিয়ে সল্লু মিয়াঁ ফের পড়লেন বিতর্কের ঝড়ে !

আইফা পুরস্কারে প্রথম দিনে সলমন স্পষ্ট জানালেন, ‘আমি এবার থেকে কম কথা বলব ৷ যতটা প্রয়োজন ততটাই ৷ কারণ বারবার আমার কথা ভুলভাবে ছড়িয়ে যাচ্ছে ৷ যেটা বলতে চাই না, সেটাই হয়ে যাচ্ছে ৷ এর থেকে ভালো কম কথা বলাই ৷ কম কথা বললে, অন্তত কথার মানে পালটে যাবে না ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তবে একথা বলেও, বিতর্কের হাত থেকে ছাড়া পাননি সল্লু ৷ ন্যাশনাল কমিশন ফর উইম্যান সলমনের ‘ধর্ষণ’ মন্তব্যে জন সমক্ষে ক্ষমা চাওয়ার প্রশ্ন তুলেছেন ৷ সলমনের এই উক্তি কখনই ক্ষমা প্রর্দশন নয় বলেই মনে করছে অনেকেই !

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘এবার থেকে কম কথা বলব’: সলমন খান