জন্মদিন উপলক্ষে সলমন খানের নিরাপত্তা ঘিরে কড়া ব্যবস্থা নেওয়া হয়। মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং পানভেল ফার্মহাউস সংলগ্ন এলাকাতেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। দীর্ঘদিন ধরেই সলমন খানের নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
স্ত্রীর নামে পোস্টঅফিসে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট করলে ২ বছরে কত টাকা মিলবে?
advertisement
যদিও উদযাপন মূলত ব্যক্তিগত ছিল, তবু বলিউড ও ক্রীড়াজগতের একাধিক পরিচিত মুখ জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন। উপস্থিত ছিলেন অভিনেতা আদিত্য রায় কাপুর, রাকুল প্রীত সিং, হুমা কুরেশি-সহ একাধিক তারকা। পরিবারের তরফে ভাই আরবাজ খান স্ত্রী শুরা খানকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। ভাতিজা আরহান খান ও নিরভান খানকেও দেখা যায়। বোন আর্পিতা খান স্বামী আয়ুষ শর্মার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী তাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সঙ্গে স্ত্রী সাক্ষী ও কন্যা জিভা। সলমন খানের বাবা সেলিম খান ও মা সালমা খানও অনুষ্ঠানে ছিলেন, ফলে জন্মদিনের উদযাপন একটি পারিবারিক আবহ পায়।
জন্মদিনের পাশাপাশি সলমন খানের পেশাগত দিক নিয়েও অনুরাগীদের মধ্যে কৌতূহল রয়েছে। তাঁর আগামী ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে বড় কোনও ঘোষণা আসতে পারে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, জন্মদিন উপলক্ষে ছবিটির একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশের প্রস্তুতি চলছে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই ছবিতে দেশপ্রেম ও বীরত্বের গল্প তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে।
