মামলার প্যাঁচ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না সুলতান ৷ হিট এন্ড রান কেসে রেহাই মিললেও এবার নতুন বিপদ আর্মস অ্যাক্ট ৷ লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও ১৮ বছরের পুরনো অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে বেকায়দায় বলিউডের প্রেম ৷ উল্লেখ্য, এর আগে সলমনের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ, মেয়াদ ফুরিয়ে যাওয়া এই অস্ত্র দিয়েই হরিণ মেরেছিলেন তিনি ৷
advertisement
অভিযোগ, ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শ্যুটিং চলাকালীন যোধপুরে শিকারে বেরিয়েছিলেন সলমন ৷ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় এপ্রিল ২০০৬ এবং অগাস্ট ২০০৭-এ দুবার জেলে গিয়েছিলেন তিনি ৷
বুধবার আদালতে হাজিরা দিতে মঙ্গলবার সন্ধেবেলাই বোন আলভিরা আর আইনজীবীদের দিয়ে চার্টার্ড বিমানে যোধপুরে পৌঁছান সলমন ৷
এদিনের মামলায় আদালত কি রায় শোনায়, তার জন্য উদ্বেগে অপেক্ষা করছেন ভাইজানের আসমুদ্রহিমাচল ভক্তকুল ৷