নিজেদের ছবির ২৮ বছর পর ফের নতুন চমক নিয়ে এলেন সলমন খান ও মাধুরী দিক্ষিত। হ্যাঁ তাঁরাই ওই মিষ্টি ছেলে-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এখন মাধুরীকে আর ছবি করতে দেখা যায় না। খুব বেছে বেছে ছবি করেন। তবে স্বামী নেনে ও দুই ছেলের সঙ্গে মাঝে মধ্যেই নানা কিছু সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন তিনি। সেই সঙ্গে নিজের ইউটিউব চ্যানেলও আছে। যেখানে স্বামী নেনেকে নিয়ে নানা কিছু রান্না করেন তিনি। অন্যদিকে সলমন খান এখনও বলিউডের দাবাং বয়। তাঁর হিরোপন্থি একটুও কমেনি। এখনও তাঁকে প্রাণের হুমকি পেতে হয়। তবে সলমন বলিউডের বেতাজ ডন। তাই দাপিয়ে করেন, যাই করেন।
advertisement
এবার এই দুই জুটিকে দেখা গেল এক সঙ্গে সামনে আসতে। সম্প্রতি ইনস্টাগ্রামে মাধুরী ও সলমন একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পুরোনো ফেলে আসা দিনের কথা মনে করে একে অপরকে 'হাম আপকে হ্যায় কৌন'-এর সময়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। মাধুরী ও সলমন ভেসে যাচ্ছেন একে অপরের প্রেমে। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। তবে এই ভিডিও কী শুধুই সেলিব্রেশন নাকি রয়েছে অন্য কারণ? তবে কী ফের একবার পর্দায় আসবে এই ছবি! মাধুরী ও সলমনকেই দেখতে চান ভক্তরা। সে কথা কমেন্টে অনেকেই লিখেছেন। তবে এমন কোনও পোক্ত খবর না থাকলেও, বলিউডে কানাঘুষো চলছে এই ছবি নিয়ে। দেখা যাক ফের ফেরে কিনা ৯৪-এর ম্যাজিক!