TRENDING:

জেন জি আইকন থেকে হার্লে-ডেভিডসনের মুখ—আহান পান্ডের ক্যারিয়ারে নতুন অধ্যায়!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহান পান্ডে তাঁর ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। দেশ-বিদেশে জনপ্রিয়তা পাওয়া এই নবীন তারকা এবার হার্লে-ডেভিডসনের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত হয়েছেন। আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ডের সঙ্গে তাঁর এই ঐতিহাসিক পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে—জেন জি প্রজন্মকে লক্ষ করেই নতুন ভবিষ্যতের পথে হাঁটছে হার্লে-ডেভিডসন।
ব্র্যান্ড আম্বাসাডর আহান পাণ্ডে
ব্র্যান্ড আম্বাসাডর আহান পাণ্ডে
advertisement

‘সাইয়ারা’ ছবির ব্যবসায়িক সাফল্যের পর আহান দ্রুতই উঠে এসেছেন ভারতের সবচেয়ে প্রভাবশালী জেন জেড তারকাদের একজন হিসেবে। বিশ্বজুড়ে ৫৮০ কোটি টাকার ব্যবসা করা এই ছবির পর তাঁর জনপ্রিয়তা ভারতের গণ্ডি ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক বাজারেও ছড়িয়ে পড়েছে। তরুণদের মধ্যে তাঁর ক্রমবর্ধমান প্রভাব নজর কাড়ছে ব্র্যান্ডগুলোরও।

হার্লে-ডেভিডসনের কাছে আহান সেই কণ্ঠস্বর, যা স্বাধীনতা, স্বাতন্ত্র্য এবং স্ব-অভিব্যক্তির সেই চিরকালীন দর্শনকে ধারণ করে—যা ব্র্যান্ডের মূল পরিচয়। সাহসী, ভবিষ্যতকেন্দ্রিক এবং সত্যবাদী ব্যক্তিত্ব—এই তিন বৈশিষ্ট্যের মিলনেই তৈরি আহানের ইমেজ, যা সহজেই মিলে যায় হার্লে রাইডারের মনের সঙ্গে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
আরও দেখুন

এই সহযোগিতা তাই শুধু একটি ব্র্যান্ডিং সিদ্ধান্ত নয়—বরং নতুন প্রজন্মের রাইডারদের স্বপ্ন, নান্দনিকতা এবং মূল্যবোধের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের কৌশলগত পদক্ষেপ। আহান পান্ডের মাধ্যমে হার্লে-ডেভিডসন যেন নিজেদের উত্তরাধিকারের সঙ্গে ভবিষ্যতের সেতুবন্ধন গড়ে তুলল।

বাংলা খবর/ খবর/বিনোদন/
জেন জি আইকন থেকে হার্লে-ডেভিডসনের মুখ—আহান পান্ডের ক্যারিয়ারে নতুন অধ্যায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল