সংবাদমাধ্যম এবং অনুরাগীদের কাছেও আর্জি রাখা হয়েছে করিনার তরফে৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সংবাদমাধ্যম এবং অনুরাগীদের কাছে আমরা আবেদন করছি ধৈর্য ধরে থাকার৷ পুলিশি তদন্ত চলছে৷ অনুগ্রহ করে কোনও গুজব ছড়াবেন না৷ পাশে থাকার জন্য ধন্যবাদ৷’’
সইফের টিমের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ‘‘সইফ আলি খানের বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়েছে৷ বর্তমানে হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হচ্ছে৷ সংবাদমাধ্যম ও অনুরাগীদের কাছে আমরা ধৈর্য ধরে থাকার অনুরোধ করছি৷ পুলিশের তদন্ত চলছে৷ আমরা পরিস্থিতি নিয়ে আপডেট জানাব৷’’
advertisement
আরও পড়ুন : আটক মেঝে পালিশ করতে আসা মিস্ত্রিরা, সইফ-করিনার বাড়িতে থাকা সর্বক্ষণের বাকি ৭ কর্মীরও জেরা চলছে
প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে বুধ ও বৃহস্পতিবারের সন্ধিক্ষণে রাত ৩.৩০ নাগাদ ভর্তি করা হয় সইফকে৷ বৃহস্পতিবার সকালে করা হয় অস্ত্রোপচার৷ ডাক্তাররা জানিয়েছেন সফল অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত৷ তাঁর চিকিৎসার জন্য নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমিক সার্জেন লীলা জৈন এবং অ্যানাস্থেশিওলজিস্ট নিশা গান্ধির নেতৃত্বে তৈরি হয়েছে মেডিক্যাল টিম৷
সইফ-করিনার বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ জানানো হয়েছে বুধবার রাত ১২ টার পর কেউ সেখানে প্রবেশ করেননি৷ সেই সূত্র থেকে পুলিশের ধারণা, অনেক আগেই বাড়িতে ঢুকে লুকিয়ে সুযোগের অপেক্ষায় ছিল দুষ্কৃতী৷ বাড়ির পরিচারকরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন৷ সে সময় চেঁচামেচিতে চলে আসেন সইফ৷ তাঁর সঙ্গে হাতাহাতি হয় দুষ্কৃতীর৷ তারকাকে মোট ৬ বার ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতী৷ গত দু’দিন ধরে সইফ করিনার বাড়িতে মেঝে পালিশের কাজে যে মিস্ত্রিরা আসছেন, তাঁদের আটক করে জেরা করছে পুলিশ৷ বাড়িতে সর্বক্ষণের বাকি ৭ কর্মীরও জিজ্ঞাসাবাদ চলছে৷
প্রসঙ্গত বুধবার রাতে বান্দ্রার বাড়িতে সইফের স্ত্রী করিনা ছিলেন না৷ তিনি ছিলেন দিদি করিশ্মা কাপুরের সঙ্গে৷ সইফকে হাসপাতালে ভর্তি করার ১৫ মিনিট পর দিদি করিশ্মার সঙ্গে সেখানে পৌঁছন করিনা৷