বিস্ময় প্রকাশ করেছেন শাহিদ কাপুরও। সইফের সঙ্গে ‘রেঙ্গুন’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। অভিনেতার আরও একটি পরিচয় তিনি সইফের স্ত্রী করিনা কাপুরের প্রাক্তন প্রেমিক। সামনেই মুক্তি আসন্ন শাহিদের ‘দেবা’। এই ছবির প্রচারে অনুষ্ঠানে এসে সইফের বিষয়ে মুখ খুললেন শাহিদ কাপুর।
আরও পড়ুন: মৃত্যুদণ্ড না-ও হতে পারে দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের, সোমবার আদালতের নজরে তিন শাস্তি! কী কী?
advertisement
তিনি বলেন, ”আমরা আশা করি, সইফ ভাল আছেন। আমরা এও আশা করতে পারি সইফ আগে থেকে এখন সুস্থ বোধ করছেন। কারণ সত্যি কথা বলতে কি, আমরা সবাই খানিক আতঙ্কিত-ও। মুম্বইয়ের মতো শহরে নিজের বাড়িতে কেউ এ ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে, বিষয়টি হজম করতেই অসুবিধা হচ্ছে। আমি নিশ্চিত, ঘটনার তদন্ত জোরদার করছে পুলিশ…”
আরও পড়ুন: শুধু সইফ নয়, টার্গেট শাহরুখও! একই হামলাকারী রেইকি করে ‘মন্নত’-এও, চাঞ্চল্যকর দাবি পুলিশের
সইফ আলি খানের হামলাকারীর টার্গেটে রয়েছেন শাহরুখ খানও। শুক্রবারই মুম্বই পুলিশের দাবি ছিল, সইফের হামলাকারীই শাহরুখের মন্নতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু জোরদার নিরাপত্তার কারণে মন্নতে ঢুকতে পারেনি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে একই হামলাকারীর মুখ। ইতিমধ্যেই অভিনেতাকে নিয়ে তোলপাড় বলিউড। খবর পেয়ে সব কাজ পেয়ে লীলাবতী হাসপাতালে বন্ধুকে দেখতে ছুটে যান শাহরুখ খান।