TRENDING:

Saif Ali Khan: এবার কি ধরা পড়ল সইফের আসল হামলাকারী? ভিনরাজ্যে ছুটল মুম্বই পুলিশ! টানটান উত্তেজনা

Last Updated:

Saif Ali Khan: মধ্যপ্রদেশের ছত্তিশগঢ় থেকে ওই ব‍্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি এই ব‍্যক্তিই আসল হামলাকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউড অভিনেতা সইফ আলি খানকে হামলার ঘটনায় ইতিমধ‍্যেই পুলিশের জালে আটক এক ব‍্যক্তি। মধ্যপ্রদেশের ছত্তিশগঢ় থেকে ওই ব‍্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি এই ব‍্যক্তিই আসল হামলাকারী। জানা গিয়েছে ওই ব‍্যক্তির নাম আকাশ কানোরিয়া। মহারাষ্ট্রের দ্রুগ থেকে ওই ব‍্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এবার কি ধরা পড়ল সইফের আসল হামলাকারী? ভিনরাজ্যে ছুটল মুম্বই পুলিশ! টানটান উত্তেজনা
এবার কি ধরা পড়ল সইফের আসল হামলাকারী? ভিনরাজ্যে ছুটল মুম্বই পুলিশ! টানটান উত্তেজনা
advertisement

সূত্রের খবর অনুযায়ী, সইফের বাড়িতে হামলাকারীর ছবি প্রথম ধরা পড়েছিল সিসিটিভি ফুটেজে। দ্রুগের এক ট্রেন যাত্রী সেই ছবি দেখেছিলেন। ট্রেনে এক ব‍্যক্তিকে দেখে তাঁর সন্দেহ হয়। আততায়ীর সঙ্গে ওই ব‍্যক্তির চেহারায় মিল দেখেই তিনি পুলিশকে জানান।

আরও পড়ুন: ‘শোলে’ ছবিতে ডবল রোলে অভিনয়! ৪৫ বছর পর বড় সিক্রেট ফাঁস করলেন অভিনেতা, স্ত্রী-মেয়ে দু’জনেই জনপ্রিয় অভিনেত্রী, ছবির শিশুটিকে চিনতে পারছেন

advertisement

তারপরেই রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ওই ব‍্যক্তিকে আটক করেছে। জানা গিয়েছে ওই ব‍্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে মুম্বই পুলিশ। আরপিএফ সূত্রে জানা গিয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনে যাত্রা করার সময়ই পুলিশের জালে আততায়ী আকাশ কানোরিয়া।

প্রসঙ্গত, সইফকে হামলার ঘটনায় এর আগেও এক ব‍্যক্তিকে আটক করে মুম্বই পুলিশ। সিসিটিভি-তে দেখা মুখের সঙ্গে সেই ব্য়ক্তির মুখ হুবহু মিলে যাওয়ায় তাকে নাকি গ্রেফতার করা হয়। যদিও পরে গ্রেফতারির খবর সম্পূর্ণভাবে নাকচ করে দেয় মুম্বই পুলিশ।

advertisement

আরও পড়ুন: বাংলার সবথেকে শিক্ষিত জেলা কোনটি বলুন তো? ভাবছেন কলকাতা? বড় ভুল, নাম শুনলে চমকে যাবেন

গত বৃহস্পতিবার ভোরে নিজের বান্দ্রার বাড়িতে অভিনেতা সইফ আলি খানকে আক্রমণ করে এক আততায়ী। তাঁকে লীলাবতী হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়। বর্তমানে বিপদমুক্ত হয়েছেন অভিনেতা। সোমবারের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সম্পূর্ণ সুস্থ আরও বেশ কিছুদিন সময় লাগবে। সইফকে হামলাকারীর পরিচয় সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি। তবে সিসিটিভি ক‍্যামেরায় ধরা পড়ে আততায়ীর চেহারা।

advertisement

আরও পড়ুন: বাজার থেকে ভুলেও কিনবেন না এই ৫ মাছ! ভেতরে গিয়েই ঝাঁঝরা করছে শরীর

সেরা ভিডিও

আরও দেখুন
এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা
আরও দেখুন

আক্রমণকারীকে দাদরের লক্ষ্মী হোটেলের কাছে ইকরা নামে একটি মোবাইল ফোনের দোকান থেকে হেডফোন কিনতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনকে একটি নীল শার্ট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে, যা তার আগের একটি ছবিতে দেখা কালো টি-শার্টের থেকে ভিন্ন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan: এবার কি ধরা পড়ল সইফের আসল হামলাকারী? ভিনরাজ্যে ছুটল মুম্বই পুলিশ! টানটান উত্তেজনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল