TRENDING:

নীরজা দেখে শচীন বোল্ড আউট !

Last Updated:

একেবারে ব্লোড আউট ! সোনম কাপুর অসাধারণ ৷ গোটা ছবি দারুণ ৷ উৎসাহে ‘নীরজা’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শচীন তেন্ডুলকর ৷ মঙ্গলবার মুম্বইয়ে সোনম কাপুর অভিনিত নতুন ছবি ‘নীরজা’ দেখে শচীন আপ্লুত ৷ দেরি না করে সিনেমা হলে বসেই করলেন ট্যুইট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একেবারে ব্লোড আউট ! সোনম কাপুর অসাধারণ ৷ গোটা ছবি দারুণ ৷ উৎসাহে ‘নীরজা’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শচীন তেন্ডুলকর ৷ মঙ্গলবার মুম্বইয়ে সোনম কাপুর অভিনিত নতুন ছবি ‘নীরজা’ দেখে শচীন আপ্লুত ৷ দেরি না করে সিনেমা হলে বসেই করলেন ট্যুইট ৷ জানালেন, ‘ফরগেটেন হিরো নীরজাকে নিয়ে সিনেমা হওয়ায় খুব খুশি ৷ নীরজা মাস্টওয়াচ ৷ সোনম কাপুরকে শুভেচ্ছা ৷ দারুণ অভিনয় করেছে সোনম ৷’
advertisement

বিমানসেবিকা নীরজা ভানতের জীবন নিয়েই তৈরি হয়েছে এই ছবি ৷ প্যান এএম ফ্লাইটে যাত্রীদের বাঁচানোর তাগিদে অপহরণকারীদের হাতে মৃত্যু বরণ করেছিল নীরজা ভানত ৷ পরিচালক রাম মাধবানি এই গল্পই নিয়ে এসেছেন পর্দায় ৷ নীরজার চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর ৷ শুধু শচীন নয়, ‘নীরজা’ দেখে আপ্লুত গোটা বলিউড ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
নীরজা দেখে শচীন বোল্ড আউট !