শেষবার 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে সাধক বামাখ্যাপার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার পরেই ঐন্দ্রিলার সঙ্গে জীবনের নানা ওঠাপড়ার সঙ্গে অনবরত লড়াই চলেছে সব্যসাচীর। ঐন্দ্রিলা চলে যাওয়ার পর বিষন্নতাকে সঙ্গে করেই সাধক রামপ্রসাদ হয়ে ফিরছেন তিনি। কিন্তু শ্যুটিং কবে থেকে শুরু? তাঁর বিপরীতে কারা অভিনয় করছেন?
আরও পড়ুন: শাহরুখের নাম পাল্টে দিলেন আলিয়া! নেপথ্যে রয়েছে বিশেষ কারণ, জানেন কী
advertisement
আরও পড়ুন: আরিয়ানের জীবনে প্রেমের বসন্ত! মরক্কো-সুন্দরীর প্রেমে হাবুডুবু শাহরুখ-পুত্র
এই সবের প্রশ্নের উত্তরে সব্যসাচী নিউজ18 বাংলাকে বলেন, "রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছি। আপাতত এটুকুই জানি। কিন্তু এর বেশি এখনই কিছু বলতে পারব না। মোটে কথাবার্তা চলছে। শ্যুটিং কবে থেকে শুরু সেসবও খুব একটা জানি না।"
তবে সূত্রের খবর, সুরিন্দর ফিল্মসের এই ধারাবাহিকে দুই জন টেলি নায়িকা অভিনয় করবেন। রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে রয়েছেন পায়েল দে এবং প্রধান শিষ্যার ভূমিকায় দেখা যাবে সুস্মিলি আচার্যকে। যদিও তাঁদের তরফে এখনও কোনও শিলমোহর পড়েনি এই খবরে।