ব্যতিক্রমী লড়াই চালিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালের বিছানায় শুয়ে একটু একটু করে অসাড় হয়ে যাওয়া শরীরটা নিয়েও লড়ে চলেছিলেন ২৪ বছরের অভিনেত্রী। আর আইসিইউ-এর বাইরে তাঁর ফেরার অপেক্ষায় দিন গুনেছিলেন সব্যসাচী। কিন্তু শেষ রক্ষা হল না। ঐন্দ্রিলার হৃদস্পন্দন থামল। ইতি পড়ল সব্যসাচীর যুদ্ধেও। ভিড় থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন অভিনেতা।
ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ছিলেন সব্যসাচী। ঐন্দ্রিলার সঙ্গে কাটানো নানা মুহূর্তও ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু আপাতত নেটমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত তাঁর।
advertisement
আরও পড়ুন: বলেছিলাম তুই যেদিন আমার বয়সি হবি, বড় নায়িকা হবি, ঐন্দ্রিলার স্মৃতিচারণে অঙ্কুশ
আরও পড়ুন: হাসপাতালে প্রথম আলাপ, অগাধ সম্মান জেগেছিল, সেই ঐন্দ্রিলা নেই? গলা ধরে এল গৌরবের
রবিবার ঐন্দ্রিলার মৃত্যুর পরেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছিলেন সব্যসাচী। সেখানে আর কোনও কিছু না লেখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তাঁর বন্ধু অভিনেতা সৌরভ দাস নিউজ18 বাংলাকে বলেছিলেন, "ফেসবুক কী ভাবে বন্ধ করতে হয়, সেটা আমার থেকে জেনে নিল। ঐন্দ্রিলা ওর লেখা খুব ভালবাসত। ওকে লেখার জন্য উৎসাহিত করত। ওর চলে যাওয়ার পর সব্য আর কিছু লিখতে চায় না।"