আরও পড়ুন: দ্বিতীয়বার ক্যানসার জয়ের পর অভিনেত্রী ঐন্দ্রিলার প্রথম জন্মদিন, আবেগঘন প্রেমিক সব্যসাচী
আসলে সব্যসাচীর (Sabyasachi Chowdhury) মনখারাপ তাঁর বড় কাছের সিরিয়াল 'মহাপীঠ তারাপীঠ' -এর জন্য! গত ৩ বছরে সিরিয়ালটা আর শুধু কাজ নয়, তাঁর জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে! বর্তমানে তীব্র অনিশ্চিত সিরিয়ালের ভবিষ্যৎ। নতুন বছরে স্টার জলসার সিরিয়ালের সময়সূচিতে বড় পরিবর্তন এসেছে। এবার থেকে আর রাত ১০টায় দেখা যাবে না জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ' (Mahapeeth Tarapeeth)। শুক্রবারই শেষবারের মতো রাত ১০টায় সম্প্রচারিত হয় দর্শকদের প্রিয় এই সিরিয়াল। এদিনই ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ধারাবাহিকের প্রধান চরিত্র বামাখ্যাপা খ্যাত সব্যসাচী চৌধুরী লিখলেন, '' আজ মহাপীঠ তারাপীঠ তিন বছর সম্পূর্ণ করলো। আজ মহাপীঠ তারাপীঠ শেষ বারের মতন রাত দশটায় সম্প্রচারিত হলো। যারা এতদিন রাত দশটা বাজার অপেক্ষা করতে, তাদের অজস্র ধন্যবাদ। তোমরা ছিলে বলে আমরা ছিলাম।''
advertisement
নতুন বছরে একাধিক নতুন ধারাবাহিক নিয়ে আসছে স্টার জলসা, যেমন 'গুড্ডি', 'অনুরাগের ছোঁয়া'। স্টার জলসা প্রোমো দিয়ে জানিয়েছে, আগামী মাসের ৭ তারিখ থেকে রাত সাড়ে ন’টায় দেখা যাবে ওই ধারাবাহিক। সাড়ে ৯টার 'গঙ্গারাম' আধ ঘণ্টা পিছিয়ে জায়গা করে নেবে দশটায়। আর 'মহাপীঠ তারাপীঠ'? সূত্রের খবর, এবার থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১১টায় দেখা যাবে এই সিরিয়াল। বলা বাহুল্য, দিনের ব্যস্ত সময়ে এই ধারাবাহিক সম্প্রচারিত হলে স্বাভাবিকভাবেই সিরিয়ালের দর্শক সংখ্যায় কোপ পড়বে! কাজেই সিরিয়ালের ভবিষ্যৎ আপাতত বিষ বাঁও জলে!
প্রসঙ্গত, গত বছর টিআরপি’র তালিকায় বেশ পিছিয়ে ছিল স্টার জলসা। সেই সময়ে 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকটি একটা দীর্ঘ সময় স্লট লিডার ছিল। জলসায় যখন খড়া চলছে ঠিক তখনই মহাপীঠ এনেছিল ৭-এর বেশি নম্বর।
