একজন বর্তমান প্রেমিকা। আর একজন প্রাক্তন স্ত্রী। তবে সাবা ও সুজ্যান দুজনের মধ্যেই সম্পর্ক ভাল। এমনকি তাঁরা একসঙ্গে গোয়ার পার্টিতে সময়ও কাটিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমনকি হৃতিকের বর্তমান প্রেমিকার জন্য একটি আদুরে ডাক নামও ঠিক করে ফেলেছেন সুজ্যান।
সম্প্রতি সাবা আজাদ ব্রাউন রঙের একটি বডিকন ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্টের তলায় সুজ্যান কমেন্ট করেন, 'ওয়াও সাবু!' এই দেখেই নেটিজেন মুগ্ধ। নতুন প্রজন্মের কাছেও সম্পর্কের এক নতুন উদাহরণ তৈরি করেছেন হৃতিক ও সুজ্যান। বিয়েতে দাঁড়ি টানলেও নিজেদের বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। বিষয়টি যে বিরল হলেও অসম্ভব নয়, তা বুঝিয়ে দিয়েছেন।
advertisement
কিছুদিন আগেই মুম্বইয়ের এক রেস্তোরাঁয় সাবার গানের অনুষ্ঠান দেখতে হাজির হন সুজ্যান। সাবার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তাঁর গানের প্রশংসাও করেন সুজ্যান। সুজ্যান লিখেছিলেন, "কী দারুণ একটা সন্ধে। তুমি সুপারকুল আর দারুণ গুণী সাবা আজাদ ও ইমাদ শাহ।" সেই পোস্ট আবার শেয়ার করে সাবা উত্তর দিয়েছিলেন, "থ্যাংকস সুজি। খুব খুশি হয়েছি তুমি কাল রাতে এসেছিলে বলে।"
আরও পড়ুন- প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই তো? বেড়াতে যাওয়ার আগে এইগুলি দেখে ট্রাভেল এজেন্সি বাছুন
প্রসঙ্গত, করণ জোহরের জন্মদিনের পার্টিতে স্পটলাইট কেড়ে নেন হৃতিক ও সাবা। দুজনেই কালো পোশাকে নজর কাড়েন। অন্যদিকে সুজ্যানও তাঁর প্রেমিক আরসালান গোনিকে নিয়ে উপস্থিত ছিলেন পার্টিতে।