গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিশাল দাদলানি থেকে শঙ্কর মহাদেবন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নীলাঞ্জনাকে (Neelanjana Ray) ৷
আরও পড়ুন: Sa Re Ga Ma Pa 2022: সারেগামাপা-র মঞ্চে বাংলার জয়জয়কার, বিজয়ী আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়
নীলাঞ্জনাও তাঁর খুশি ব্যক্ত করেছেন টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের ক্লাস টুয়েলভের পড়ুয়া নীলাঞ্জনা রায় বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন ৷ তবে নীলাঞ্জনার কাছে এবার ফোকাস লেখাপড়া, তিনি জানিয়েছেন লেখাপড়ার দিকে এবার সম্পূর্ণ ফোকাস করবেন তিনি বাড়ি ফিরেই ৷
আরও পড়ুন: Sa-Re-Ga-Ma-Pa: 'সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা' নাকি 'রাজশ্রী তোমার জন্য়', আবেগে ভাসছেন বাঙালি
২০২১ এর শেষের দিকে শুরু হয়েছিল এই জনপ্রিয় শো'টি, সারেগামাপা-র জাতীয় মঞ্চ একের পর এক বাঙালির উপস্থিতি যেন সত্যিকারেই বাঙালিদের জন্য এক বিরাট বড় উপহার ৷ স্নিগ্ধজিৎ ভৌমিক, নীলাঞ্জনা রায়, কিঞ্জল চট্টোপাধ্যায়, দীপায়ন বন্দ্যোপাধ্যায়, অনন্যা চক্রবর্তী, রাজশ্রী বাগ এই প্রতিযোগীরা মঞ্চ শুধু কাঁপিয়েছেন তাই নয় মাতিয়েও রেখেছেন, জাতীয় মঞ্চে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন ৷ দীপায়ন ও কিঞ্জল একটু আগে বিদায় নিয়েছিলেন ৷ তবে বাকি চার বাঙালির মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে দুই বাঙালি, যা বাঙালি হিসাবে ভাবতে গর্বিত করে ৷
'হায় চকাচক হ্যায় তু, হায় চকাচক হুঁ ম্যায়' কখনও 'পরম সুন্দরী' গেয়ে নেচে তিনি বুঝিয়েই দিয়েছেন আগামী দিনে বাংলা তথা দেশ পেতে চলেছে নতুন এক তারকার তার নাম নীলাঞ্জনা তবে রাজশ্রীকে ভুললেও চলবেনা রাজশ্রীর গান শুনে বিচারক জয়াপ্রদার মন্তব্য রাজশ্রী বাগের গান, লতা মঙ্গেশকরকে মনে করিয়ে দিয়েছে ৷
সব মিলিয়ে এক জনপ্রিয় অনুষ্ঠানের ফাইনালে বাঙালির ঝুলি ভরে উঠল বিশাল প্রাপ্তিতে ৷ এই দুই কন্যাই বাংলাকে ফের জাতীয় স্তরে গর্বিত করল ৷ এঁদের জন্য রইল আমাদের পক্ষ থেকে অজস্র শুভেচ্ছা ৷