তাঁর বাবা-ই তাঁর জানা সবথেকে বেশি যুক্তিবাদী ও স্পর্শকাতর মানুষ ৷ মনে করেন ঋতব্রত ৷ তাঁর কাছে যা যা আছে, সে সব কিছু পাওয়ার জন্য বাবা মাকে ধন্যবাদ জানিয়েছেন তরুণ অভিনেতা ৷ কেতাদুরস্ত পথে ক্রমশ তরুণ হয়ে ওঠার জন্য বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ অভিন্দনবার্তার সঙ্গে শেয়ার করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর দু’টি ছবি ৷
advertisement
ছোট ও বড় পর্দার দাপুটে অভিনেতা শান্তিলালের জনপ্রিয়তা দর্শকদের মধ্যে তুঙ্গে ৷ তাঁর অভিনয়পাঠ মূলত রমাপ্রসাদ বণিক ও চন্দন সেনের কাছে ৷ বিভিন্ন ধারাবাহিকের পাশাপাশি শান্তিলালের নজরকাড়া অভিনয় সমৃদ্ধ করেছে ‘অন্তরমহল’, ‘কালবেলা’, ‘মনের মানুষ’, ‘কহানি’, ‘ছায়াময়’, ‘কানামাছি’, ‘কাঙাল মালসাট’, ‘বুনো হাঁস’, ‘চতুষ্কোণ’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’, ‘পরী’ এবং ‘রক্ত রহস্য’-সহ অসংখ্য ছবিকে৷
ছোট থেকেই বাবার পথে পা রেখেছেন ঋতব্রতও ৷ ‘কহানি’-তে ছোট্ট বিষ্ণুর চরিত্রে তার অভিনয় দর্শদের বাহবা পেয়েছিল ৷ এর পর দ্বিতীয় ছবি ‘ওপেন টী বায়োস্কোপ’-এ তিনি অনেকটাই পরিণত ৷ এর পর ‘দুর্গা সহায়’, ‘গোয়েন্দা জুনিয়র’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘রক্ত রহস্য’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কলমেও ৷
অভিনেতা পুত্রের তাঁর অভিনেতা বাবাকে জানানো জন্মদিনের শুভেচ্ছায় আপাতত উচ্ছ্বসিত নেটিজেনরা ৷