এদিকে কেকে (KK) কে নিয়ে বাঙালি শ্রোতার উদ্দেশ্যে 'পাগলামি' প্রসঙ্গে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। যা নিয়ে শুরু হয় বিতর্ক। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এদিন রাতেই এসে পৌঁছাবে কেকে-র মৃত্যু সংবাদ। ভিডিও বার্তা নিয়ে বিতর্ক আগেই শুরু হয়েছিল। কেকের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়ল নেটদুনিয়ার একাংশ। শিল্পী রূপঙ্করকে বয়কটেরও ডাক উঠল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
আরও পড়ুন: "কেন বারবার এই ধরনের ঘটনা... নজরুল মঞ্চে কী হয়েছিল?" প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ!
প্রসঙ্গত, তাঁর ভিডিও বার্তায় গায়ক রূপঙ্কর বলেন, সোশ্যাল মিডিয়ায় কেকের লাইভ শোয়ের কিছু ঝলক তিনিও দেখেছেন। তিনি যে অনবদ্য গায়ক তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু লাইভ শোয়ের ভিডিও দেখে রূপঙ্করের মনে হয়েছে, তিনি এবং ইমন, রাঘব, মনোময়, রূপম, অনুপম এর মতো জনপ্রিয় বাঙালি গায়করা আরও অনেক গুণ ভাল গান।
শুধু তাই নয়, তিনি এও দাবি করেন, জাতীয় স্তরে কেকে যে পরিমাণ আয় করেন সেটা আঞ্চলিক শিল্পীরা কল্পনাও করতে পারবেন না। তাই ওই তুলনাতে তিনি যেতেও চান না। রূপঙ্করের বক্তব্য, জাতীয় স্তরে কেকে যে জায়গায় রয়েছেন, বাংলার শিল্পীরাও সেই একই পোজিশনে রয়েছেন। বিশেষত লাইভ শোয়ের ভিডিও দেখে তো তাঁর ধারণা আরও বদ্ধমূল হয়েছে। তাঁর কথায় যে যে গায়ক গায়িকাদের নাম তিনি নিয়েছেন তাঁরা সকলেই যে কোনও কেকের থেকে অনেক ভাল গান। সম্ভবত রূপঙ্কর বলতে চেয়েছিলেন, বাঙালিদের উচিত আঞ্চলিক শিল্পীদের গান নিয়েও ঠিক ততটাই আগ্রহ দেখানোর যতটা বলিউডি গায়কদের নিয়ে দেখানো হয়।
আরও পড়ুন: কলকাতায় এসে দেহ শনাক্ত করলেন কেকে-র স্ত্রী, ময়নাতদন্তের জন্য এসএসকেএম-এ দেহ
এরপরেই তাঁর বক্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। আগুন কার্যত দাবানলে পরিণত হয় কেকের কাকতালীয় মৃত্যু সংবাদ এসে পৌঁছানোয়। ক্ষোভে ফেটে পড়েছেন নেটনাগরিকরা। কয়েকজন এমনো অভিযোগ তুলেছেন, রূপঙ্করের ‘অভিশাপ’ লেগেছে কেকের। কেউ বলছেন কালো জাদু করেছেন রূপঙ্কর! অকথ্য ভাষায় নিন্দা চলছে নেটপাড়ায়। শুধু তাই নয় রূপঙ্করের গান বয়কটের ডাকও তোলা হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে থেকে।
নাম করে এবং না করে সমালোচনায় মুখর হয়েছেন শিল্পীদের একাংশও। রূপঙ্কর বাগচীর উপর ক্ষোভে ফেটে পড়েছেন টলিপাড়ার শিল্পী থেকে পরিচালকরা। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) নিজের ফেসবুকে লেখেন, “শেম অন ইউ রূপঙ্কর বাগচী, আপনি নিজের মনের সংকীর্ণতাকে সরান তারপক কেকে এর সঙ্গে তুলনা টানবেন নিজের,আপনার জাতীয় পুরস্কার পাওয়াটাই কাল, আগে বড় মনের মানুষ হন বাংলার শিল্পী হিসেবে কতটা ছোট মনের পরিচয় দিলেন, আগে বড় মনের মানুষ হোন, আপনাকে ধিক্কার! কেকে তাঁর গয়কী দিয়ে আমাদের মন জয় করেছেন।এভাবে তাঁকে ছোট করার অধিকার কেউ দেয়নি আপনাকে।”
নাম না করে লিখেছেন গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।
কেকে প্রসঙ্গে রূপঙ্কর যে মন্তব্য করেছেন তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি তোলা হয়েছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি রূপঙ্কর।টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে যোগাযোগ করা যায়নি।