ঘটনার সূত্রপাত, সোমকের একটি পুরনো পোস্ট। যার মূল বক্তব্য, রূপম-ভক্তদের মাতামাতি সহ্য করতে পারছিলেন না তিনি। রূপমকে ‘দেবতা’ আখ্যা দেওয়া নিয়েও আপত্তি তুলেছিলেন সোমক। সেই পোস্টের কথা মনে করিয়ে দিলেন রূপসা। অরিজিতের শো-এর পর চারদিকে রূপম-অরিজিতের বন্ধুত্ব, রূপমের গান গাওয়া ইত্যাদি নিয়ে হইচই চলছে। সে কথা উল্লেখ করে রূপসা সোমককে উদ্দেশ্য করে লিখলেন, ‘‘সোমককে আমার প্রশ্ন, আজও এই স্টেটাস দেবে তো?’’
advertisement
আরও পড়ুন: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের
কী কারণে সোমক ওই পোস্টটি করেছিলেন?
গত বছর পুজোর সময়ে ইকো পার্কের অনুষ্ঠানে একাধিক তারকা সঙ্গীতশিল্পীর মধ্যে রূপমও ছিলেন। শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, শংকর এহসান লয় এবং অর্ণবের গান শুনতে গিয়েছিলেন হাজার হাজার শ্রোতা। অভিযোগ ওঠে, অন্য কারও গানের সময়ে রূপমের ভক্তরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। যার ফলে কটূক্তি শুনতে হয় গায়ক এবং গায়কের স্ত্রী রূপসাকে।
কিন্তু এই পোস্টে তাঁর সঙ্গে অরিজিতের একটি ফোনকলের কথোপকথন তুলে ধরেন রূপসা। বছরখানেক আগে তাঁরা শো করতে গিয়েছিলেন বহরমপুরে, অর্থাৎ অরিজিতের জন্মস্থান, জিয়াগঞ্জের কাছে। হঠাৎ অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। এবং উল্টোদিকের ব্যক্তি নিজেকে অরিজিৎ সিং বলে পরিচয় দেন। কিন্তু রূপসার বিশ্বাস হয় না। তার পর যখন অরিজিৎ বলেন যে তিনি রূপসার নম্বর পেয়েছেন সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের থেকে, তখন রূপসা বিশ্বাস করেন। অরিজিৎ তার পর রূপম প্রসঙ্গে বলেন, ‘‘আজ ভগবান আমার শহরে আর আমিই নেই। কত পাঁচিল টপকে ফসিলসের শো দেখেছি।’’
আরও পড়ুন: রাজের সামনেই অরিজিতের কণ্ঠে 'বোঝে না সে বোঝে না'! আবেগঘন হয়ে কী করলেন শুভশ্রী
এই কথোপকথন উল্লেখ করে রূপসার প্রশ্ন, ‘‘গড, ভগবান, দেবতা। এইগুলো বলা কি অন্যায়? অরিজিৎ কি সত্যিই মনে করেন রূপম ভগবান? না, এটা কেবলই কথা বলার ধরন। আর কিছুই নয়।’’
পোস্টের শেষে সোমককে উদ্দেশ্য করে রূপসা লেখেন, ‘‘ফসিলস ফ্যানরা টক্সিক নয়। যারা তাঁদের টক্সিক বলছেন, তাঁদের মাথা টক্সিক। সেই যে গানটা ছিল না, অন্যের মুখে নয় আয়নার মুখে।’’ যদিও এই পোস্টের পর সোমক ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে। সে কথাও উল্লেখ করেছেন রূপসা।