নিউজ18 বাংলাকে রুক্মিণী বললেন, "এ বছর উদ্বোধনী অনুষ্ঠানের থালি গার্ল ছিলাম আমি। এই জায়গাটি পাওয়া আমার কাছে খুবই সম্মানের। তাই অস্ত্রোপচারের পরেও সেখানে গিয়েছিলাম।"
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন অমিতাভ বচ্চন। তাঁর পাশেই ছিলেন রুক্মিণী। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে কথাও হয় তাঁর। শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও বাক্যালাপ হয় বাঙালি অভিনেত্রীর। চলচ্চিত্র উৎসবের মঞ্চের থাকতে পেরে খুশি তিনি।
advertisement
আরও পড়ুন: জামাইয়ের সামনে মেয়ের দাম খুব কম, 'বাপেরবাড়ি'তে এসে জয়া
আরও পড়ুন: চার্টার্ড বিমানে শহরে শাহরুখ, বিমানবন্দর থেকে সোজা KIFF মঞ্চে রানির সঙ্গে পা বাদশার
রুক্মিণীর কথায়, "ইন্ডাস্ট্রিতে মাত্র কয়েক বছর কাটিয়েছি। তার মধ্যেই আমাকে এত বড় একটা সম্মান দেওয়া হয়েছে। আমার কাছে এটা বড় ব্যাপার। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। উনি আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন। আমার কাজ সাড়া ফেলেছে বলেই হয়তো এই জায়গাটা দেওয়া হয়েছে। আশা করছি, আগামী দিনে আরও ভাল কাজ করব।"
খুব শীঘ্রই শুরু হবে রুক্মিণীর 'বিনোদিনী'র শ্যুট। তার আগে ওয়ার্কশপ করবেন অভিনেত্রী। পায়ে চোট, অস্ত্রোপচার- কর্মব্যস্ততায় এ সবই ভুলেছেন রুক্মিণী। অভিনেত্রীর কথায়, 'দ্য শো মাস্ট গো অন।"