TRENDING:

আমার কাজ সাড়া ফেলেছে বলেই হয়তো এই সম্মানটা পেলাম: KIFF নিয়ে আপ্লুত রুক্মিণী

Last Updated:

উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন অমিতাভ বচ্চন। তাঁর পাশেই ছিলেন রুক্মিণী। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে কথাও হয় তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাঁটুতে চোট পেয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু সে কথা এক প্রকার অমান্য করেই অস্ত্রোপচারের মাত্র দু'সপ্তাহের মাথায় কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হলেন অভিনেত্রী।
advertisement

নিউজ18 বাংলাকে রুক্মিণী বললেন, "এ বছর উদ্বোধনী অনুষ্ঠানের থালি গার্ল ছিলাম আমি। এই জায়গাটি পাওয়া আমার কাছে খুবই সম্মানের। তাই অস্ত্রোপচারের পরেও সেখানে গিয়েছিলাম।"

উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন অমিতাভ বচ্চন। তাঁর পাশেই ছিলেন রুক্মিণী। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে কথাও হয় তাঁর। শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও বাক্যালাপ হয় বাঙালি অভিনেত্রীর। চলচ্চিত্র উৎসবের মঞ্চের থাকতে পেরে খুশি তিনি।

advertisement

আরও পড়ুন: জামাইয়ের সামনে মেয়ের দাম খুব কম, 'বাপেরবাড়ি'তে এসে জয়া

আরও পড়ুন: চার্টার্ড বিমানে শহরে শাহরুখ, বিমানবন্দর থেকে সোজা KIFF মঞ্চে রানির সঙ্গে পা বাদশার

রুক্মিণীর কথায়, "ইন্ডাস্ট্রিতে মাত্র কয়েক বছর কাটিয়েছি। তার মধ্যেই আমাকে এত বড় একটা সম্মান দেওয়া হয়েছে। আমার কাছে এটা বড় ব্যাপার। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। উনি আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন। আমার কাজ সাড়া ফেলেছে বলেই হয়তো এই জায়গাটা দেওয়া হয়েছে। আশা করছি, আগামী দিনে আরও ভাল কাজ করব।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

খুব শীঘ্রই শুরু হবে রুক্মিণীর 'বিনোদিনী'র শ্যুট। তার আগে ওয়ার্কশপ করবেন অভিনেত্রী। পায়ে চোট, অস্ত্রোপচার- কর্মব্যস্ততায় এ সবই ভুলেছেন রুক্মিণী। অভিনেত্রীর কথায়, 'দ্য শো মাস্ট গো অন।"

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার কাজ সাড়া ফেলেছে বলেই হয়তো এই সম্মানটা পেলাম: KIFF নিয়ে আপ্লুত রুক্মিণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল