TRENDING:

Rudranil-Parambrata : রাজনীতি থেকে লাঞ্চ, সবেতেই বিরোধ, আরও কত বাকি! বিতর্কিত বন্ধুত্ব নিয়ে রুদ্র-পরম

Last Updated:

Rudranil-Parambrata : ‘হাওয়া বদল ২’-এর এক্স ফ্যাক্টর রুদ্র-পরমের ঝগড়াই? পরমব্রতর কথায়, ‘‘আশা করা যায় এমনটাই হবে। ২০১৩-তেও এটাই ছিল, ২০২৩-এও যেন তাই হয়।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে একের পর এক টলি তারকা যোগ দিয়েছিলেন রাজনীতিতে। সেই সময়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ওদিকে পরমব্রত চট্টোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী, তা সকলেরই জানা। বিরোধী পক্ষের সেই দুই অভিনেতার বন্ধুত্ব যেমন ২০ বছরের, বিরোধের বয়সও নেহাত কম নয়।
বিতর্কিত বন্ধুত্ব নিয়ে কথা বললেন রুদ্র-পরম
বিতর্কিত বন্ধুত্ব নিয়ে কথা বললেন রুদ্র-পরম
advertisement

সেই দুই টলি নায়ক আবারও এক হচ্ছেন পর্দায়। পরমব্রতর পরিচালনায় আসতে চলেছে ‘হাওয়া বদল ২’। সেখানে ফের জিৎ ও রাজ, দুই জনপ্রিয় চরিত্রের অদলবদল দেখা যাবে। ২০১৩ সালের ২২ মার্চ মুক্তি পেয়েছিল ‘হাওয়া বদল’। প্রায় ১১ বছর পরে, এই ছবিরই সিক্যুয়াল নিয়ে আসতে চলেছে এস কে মুভিজ ও রোড শো প্রযোজনা সংস্থা। ছবির নাম ‘হাওয়া বদল ২’।

advertisement

গতকাল, শনিবার, ২৯ জুলাই এই ছবির মহরৎ ছিল। পরমব্রতকর পরিচালনায় ‘হাওয়া বদল’ করতে লন্ডনে যাবেন প্রথম ছবির শিল্পীরা, রুদ্রনীল ঘোষ এবং রাইমা সেন। এবার নতুন সঙ্গী অনুষা বিশ্বনাথন, কবীর ভট্টাচার্য্য ও চঞ্চল ঘোষ। ছবির চিত্রনাট্য লিখেছেন পাভেল।

আর সেখানেই রুদ্রনীলকে তাঁর আর পরমব্রতর বিতর্কিত বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করা হল। রুদ্রনীল নিউজ18 বাংলাকে বললেন, ‘‘আমাদের সম্পর্ক তো এরকমই। প্রায় ২০ বছরের বন্ধুত্ব। লোকে তো রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে, আমাদের তো লাঞ্চ নিয়ে পর্যন্ত ঝগড়া হত। এত অশান্তির পরও ২০ বছর ধরে যদি বন্ধুত্ব থেকে যায়, তাহলে বুঝতে হবে, ঝগড়াটা আসলে বাইরে। শিল্পীদের মধ্যে একটু বিরোধ বাধেই।’’

advertisement

আরও পড়ুন: শ্যুটের মাঝে যদি মনে হয় আমি কম পাচ্ছি, ও বেশি কেন, তাহলে… সোহিনী-তৃণার বিরোধ নিয়ে রুদ্রনীল

পরমব্রত নিউজ18 বাংলাকে বলেন, ‘‘এখনও ঝগড়া হয়। অনেকদিনের বন্ধুত্ব তো। ২০ বছরের বেশি হয়ে গিয়েছে। নানা চড়াই উতরাই আছে তাতে। ব্যক্তিগত, পেশাগত, রাজনৈতিক, সবেতেই ওঠাপড়া আছে।’’ পাশ থেকে রুদ্রনীল বলে উঠলেন, ‘‘আরও ২০ বছর ধরে এটাই চলবে।’’

advertisement

তবে কি ‘হাওয়া বদল ২’-এর এক্স ফ্যাক্টর রুদ্র-পরমের ঝগড়াই? পরমব্রতর কথায়, ‘‘আশা করা যায় এমনটাই হবে। ২০১৩-তেও এটাই ছিল, ২০২৩-এও যেন তাই হয়।’’

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rudranil-Parambrata : রাজনীতি থেকে লাঞ্চ, সবেতেই বিরোধ, আরও কত বাকি! বিতর্কিত বন্ধুত্ব নিয়ে রুদ্র-পরম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল