চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই ছবি দুটি কেমন প্রভাব ফেলছে তা নিয়ে কথা বলেছেন রামগোপাল ভর্মা। রামগোপাল ভর্মার মতে দ্য কাশ্মীর ফাইলস ইন্ডাস্ট্রিতে গেম চেঞ্জার-এর মতো কাজ করেছে। এতদিনের ধারা বেশ কিছুটা বদলে দিয়েছে এই ছবি। এমনই মত রামগোপালের। অন্যদিকে RRR ছবিটির ১০০০ কোটির বেশি বক্স অফিস সংগ্রহ। কিন্তু রামগোপালের চোখে এগিয়ে আছে দ্য কাশ্মীর ফাইলস।
advertisement
রামগোপালের মতে, বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস বহু পরিচালককে অনুপ্রাণিত করেছে। কারণ সীমিত বাজেটে খুবই জটিল বিষয় নিয়ে তৈরি এই ছবি। কিন্তু RRR এর মতো ছবি চার-পাঁচ বছরে মাত্র একবার হতে পারে। কারণ এই ছবির বাজেট আকাশছোঁয়া।
রামগোপাল ভর্মার কথায়, "দ্য কাশ্মীর ফাইলস আসলেই একটি গেম চেঞ্জার ছবি। এই ছবি পরিচালকদের আরও অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে যেটা দরকার ছিল। মাত্র ১০কোটিতে একটি ছবি বানিয়ে সেখান থেকে ২৫০ কোটি টাকা অর্জন করা মানেই বোঝা যায় কেমন অভিনয় করেছেন সকলে।"
এসএস রাজামৌলির RRR যতই বড মাপের হোক। এই ছবি সমাজে কোনও ধরনের পরিবর্তন আনতে পারবে না বলেই মনে করেন রামগোপাল। বিবেক অগ্নিগহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস'-এ দেখানো হয়েছে ১৯৯০ সালে কী ভাবে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করা হয়েছিল। ছবিটি বক্স অফিসে ২৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। অন্যদিকে একাধিক ভাষায় মুক্তি পেয়েছে RRR। এই ছবির বক্স অফিস সংগ্রহ ১০০০ কোটি টাকা।