Abhishek Chatterjee : 'মেয়েকে নিয়ে বহু স্বপ্ন ছিল', সাইনার সঙ্গে খেলায় মত্ত অভিষেক! মন ভার করা ভিডিও শেয়ার করলেন সংযুক্তা

Last Updated:

Abhishek Chatterjee : মেয়ে সাইনা ছিল অভিষেকের খুব আদরের। মেয়েকে বাবা কতটা ভালবাসতেন, সেসবই সংযুক্তার নতুন পোস্টে ধরা পড়ল।

'মেয়েকে নিয়ে বহু স্বপ্ন ছিল', সাইনার সঙ্গে খেলায় মত্ত অভিষেক! মন ভার করা ভিডিও শেয়ার করলেন সংযুক্তা
'মেয়েকে নিয়ে বহু স্বপ্ন ছিল', সাইনার সঙ্গে খেলায় মত্ত অভিষেক! মন ভার করা ভিডিও শেয়ার করলেন সংযুক্তা
#কলকাতা: প্রতি মুহূর্তে অভিষেকের স্মৃতি ঘিরে রয়েছে তাঁর পরিবারকে। তাই রোজ তাঁর স্মৃতিতে ফেসবুকে নানা রকম পোস্ট করছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা। একমাত্র মেয়ে সাইনা ছিল অভিষেকের খুব আদরের। মেয়েকে বাবা কতটা ভালবাসতেন, সেসবই সংযুক্তার নতুন পোস্টে ধরা পড়ল।
মেয়ে সাইনার ছোট বেলার একটি ভিডিও শেয়ার করেছেন সংযুক্তা। দেখা যাচ্ছে একরত্তির সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন প্রয়াত অভিনেতা। সংযুক্তা লিখেছেন, "অভিষেক গভীর ভাবে ডলকে ভালবসাত। ও যেমন, তেমন ভাবেই ভালবসত। ও (সাইনা) যেভাবে ফরাসি ও ইংরেজি বলে সেটাও অভিষেক খুব ভালবাসত। ও খুবই গর্বিত আমাদের একমাত্র মেয়েকে নিয়ে। শেষ সেমেস্টারে ডল ৯২ শতাংশ পেয়েছিল। সেটা উদযাপন করার জন্য অভিষেক একটি পার্টির আয়োজন করেছিল।"
advertisement
সংযুক্তা আরও লিখছেন, "অভিষেক খুবই ভালোবাসত সাইনাকে। ও যেমন তেমন ভাবেই ওকে ভালোবসত অভিষেক। সাইনা সবার চেয়ে আলাদা (প্রত্যেক বাবা মায়ের কাছে তাদের সন্তান যেমন)। ডলকে নিয়েই আমাদের অনেক স্বপ্ন আছে। আমরা দুজনেই ওকে নিয়ে গর্বিত। আমরা চাই না ডল অন্য কারও মতো হোক। আমরা চাই ও নিজের মতোই যেন হয়।"
advertisement
advertisement
শেষে সংযুক্তা লিখছেন, "মেয়ের জন্য বাবার এই ভালবাসাকে চলুন সম্মান জানাই। অফলাইন ও অনলাইন জীবনের মধ্যে বিস্তর ফারাক ছিল। অভিষেক ওর ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশা মিলিয়ে ফেলতে পছন্দ করত না। ওর জীবনবোধ ও সন্তানের প্রতি ভালবাসা জানাই চলুন।"
advertisement
এর পরেই সংযুক্তা আরও একটি পোস্ট করেন। যেখানে তিনি জানান, আজ থেকে আবার কাজে ফিরলেন। এবার সাইনার বাবা ও মা দুইয়ের দায়িত্বই সংযুক্তার উপরে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee : 'মেয়েকে নিয়ে বহু স্বপ্ন ছিল', সাইনার সঙ্গে খেলায় মত্ত অভিষেক! মন ভার করা ভিডিও শেয়ার করলেন সংযুক্তা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement