TRENDING:

মিস্টার বিনের মৃত্যু সংবাদ ঘিরে উত্তাল ইন্টারনেট দুনিয়া !

Last Updated:

পুরো ব্যাপারটাই গুজব ৷ কিচ্ছুটি হয়নি সবার প্রিয় মিস্টার বিন ওরফে কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসনের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: পুরো ব্যাপারটাই গুজব ৷ কিচ্ছুটি হয়নি সবার প্রিয় মিস্টার বিন ওরফে কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসনের ৷ তিনি আছেন একেবারে সুস্থ ! তাহলে পুরো ব্যাপারটাই কী ঘটল সোশ্যাল নেটওর্য়াকিংয়ের রসিকতায় !
advertisement

সেলিব্রিটিদের মৃত্যু নিয়ে রসিকতা সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে নতুন নয় ৷ এর আগেও দেশি-বিদেশি মিলিয়ে বহু সেলিব্রিটিদের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে ফেসবুক, ট্যুইটারে ৷ আর এবার সেই রসিকতার ফাঁদেই পড়লেন কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মঙ্গলবার রাত থেকেই গোটা ইন্টারনেট দুনিয়ায় ফেসবুক ও ট্যুইটারে হাত ধরে ছড়িয়ে পড়ল মিস্টার বিনের মৃত্যু সংবাদ ৷ এমনকী, বিবিসি-র ছবি ঠাসা এক রোয়ানের এক পিকচার কার্ডও দ্রুত ছড়িয়ে পড়ল ইন্টারনেটে ৷ সঙ্গে সঙ্গে অনুরাগীদের শোকপ্রকাশের ঢল ৷ ছড়িয় পড়ল অভিনেতা রোয়ান নাকি আত্মহত্যা করেছেন ! তবে কিছুক্ষণ বাদে সত্যটা এল সবার সামনে ৷ রোয়ানের পরিবারের থেকেই জানানো হয় এ খবর মিথ্যে ৷ সুস্থ আছে রোয়ান, ভালো আছেন মিস্টার বিন !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মিস্টার বিনের মৃত্যু সংবাদ ঘিরে উত্তাল ইন্টারনেট দুনিয়া !