বাহান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বাড়িতে প্রয়াত হয়েছেন জর্জ। হেপাটাইটিসে ভুগেই চলে গেলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর।
আরও পড়ুন: গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার কবলে নায়ক সর্বানন্দ! সদ্যই বাগদান সেরেছেন তারকা
‘রুট ৬৬’-এর প্রথম তিনটি সিজনে বুজ মারডকের চরিত্রে অভিনয় করেছিলেন জর্জ। তার পরে আরও একটি টেলিভিশন সিরিজ ‘দ্য মোস্ট ডেডলি গেম’-এ অভিনয় করেন তিনি। তা ছাড়াও গায়ক হিসেবে যথেষ্ট জনপ্রিয় এই তারকা। একাধিক পপ মিউজিক অ্যালবাম রয়েছে তাঁর। নিউ ইয়র্কেই তাঁর জন্ম হলেও মা-বাবা ছিলেন গ্রীক অভিবাসী। হেলস কিচেনে বড় হয়েছেন আরও সাত ভাই-বোনের সঙ্গে।
advertisement
হেপাটাইটিসের সঙ্গে তাঁর লড়াই আজকের নয়। যৌবন থেকেই এই রোগের সঙ্গে পাঞ্জা লড়ছেন জর্জ। এমনকি বারবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল। শুধু তা-ই নয়, তৃতীয় সিজনের পর ‘রুট ৬৬’ শো-টি ছেড়ে বেরিয়ে আসার কারণ নাকি তাঁর স্বাস্থ্যই। তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিজের স্বাস্থ্যের দিকে মন দিতে চান বলেই ঘণ্টার পর ঘণ্টা শ্যুট করা সম্ভব নয়।