শ্রাবন্তী তৃত্বীয়বার বিয়ে করেন রোশন সিংকে। বিয়ের পর রোশন ও শ্রাবন্তীকে দেখে সকলের মনে হয়েছিল খুব ভালো আছেন তাঁরা। কিন্তু এক বছর পর থেকেই শুরু কানাঘুষো। সম্পর্কে নাকি ফের ভাঙন ধরেছে অভিনেত্রীর। যদিও শ্রাবন্তী এখনও সরাসরি মুখ খোলেননি। কিন্তু সব কিছু তিনি আকার ইঙ্গিতেই বুঝিয়ে দিয়েছেন। রোশনের সঙ্গে এক বাড়িতে থাকছেন না তিনি। এমনকি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে রোশনের সঙ্গে তোলা তাঁর সব ছবি ডিলিট করে দিয়েছেন। ইনস্টাগ্রামে একে অপরকে আন ফলো করেছেন। রোশনকে তাঁর স্ত্রী শ্রাবন্তীকে নিয়ে কিছু প্রশ্ন করলেই বলছেন, ওই ব্যাপারে কথা বলতে চাই না। ওদিকে শ্রাবন্তী বলছেন, তিনি নাকি ভালো আছেন তাঁর মতো করেই। জিম ও কাজই সব তাঁর কাছে। শ্রাবন্তীর ছেলে ঝিনুক এখন বেশ বড়। সেও রোশনকে ইঙ্গিত করে কটুক্তি করে সোশ্যাল মিডিয়ায়। এর পর থেকে সবার কাছে সব কিছুই স্পষ্ট। তিনবার বিয়ে নিয়ে মানুষ অনেক খারাপ কথা শ্রাবন্তীকে বলেছিলেন বলেই হয়তো এখনও কিছু জানচ্ছেন না অভিনেত্রী।
ওদিকে রোশন আবার অন্য কথা বলছেন। এক সুন্দরীর সঙ্গে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি লিখলেন, 'ওই আমার মনের বন্ধু'। রোশনের এই বান্ধবীর নাম অনম খান। তিনি একজন মডেল। জিম সূত্রেই আলাপ তাঁদের। এই ছবি পোস্ট করে রোশন আরও স্পষ্ট করে দিলেন যে শ্রাবন্তী নয় তাঁর জীবন এখন অন্য কারও। তবে এই বন্ধুর সঙ্গে নতুন কিছু ভাবছেন কিনা রোশন, তা এখনও জানা যায়নি।