TRENDING:

Web Series : ফ্ল্যাটমেট থেকে কি প্রণয়ী হবেন রম্য-তৃষা? কমেডিয়ান ও মেহন্দিশিল্পীকে নিয়ে রোমান্টিক কমেডি

Last Updated:

অভ্রর পরিচালনায় এ বার মুক্তি পেতে চলেছে প্রথম পূর্ণাঙ্গ ছবি তথা ওয়েবসিরিজ ‘ফ্ল্যাটমেট’ (FlatMate)৷ ৩০ জুলাই থেকে আড্ডাটাইমস-এ শুরু হবে স্ট্রিমিং ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সহবাস, প্রেম কিছুই ছিল না তাঁদের মধ্যে ৷ কিন্তু অনাত্মীয় দুই তরুণ তরুণী থাকতেন একই ছাদের নীচে ৷ তাঁরা নিছকই ‘ফ্ল্যাটমেট’ ৷ নতুন প্রজন্মের অভিধানে ঢুকে পড়া অনেক নতুন শব্দের মধ্যে এটাও একটি ৷ ব্যাচমেট, ক্লাসমেটের মতো একই ফ্ল্যাটের বাসিন্দার পোশাকি নাম ‘ফ্ল্যাটমেট’৷
advertisement

পরিচিত তরুণ তরুণীকে একে অপরের ফ্ল্যাটমেট হতে দেখে প্রথমে অবাকই হয়েছিলেন অভ্র চক্রবর্তী ৷ গত এক দশকেরও বেশি সময় বাংলা ছবির জগতে পরিচিত এই ইংরেজি সাহিত্যের ছাত্র ৷ তিনি একাধারে লেখক ও পরিচালক ৷ তাঁর পরিচালনায় এ বার মুক্তি পেতে চলেছে প্রথম ওয়েবসিরিজ ‘ফ্ল্যাটমেট’ (FlatMate)৷ ৩০ জুলাই থেকে আড্ডাটাইমস-এ শুরু হবে স্ট্রিমিং ৷ পরিচিত তরুণ তরুণীর যাপনের কনসেপ্টই বেছে নিয়েছেন তিনি ছবির উপজীব্য হিসেবে ৷

advertisement

অভ্রর কথায়, ‘‘ আমার দুই পরিচিত স্বেচ্ছায় বিপরীত লিঙ্গের ফ্ল্যাটবন্ধু চেয়েছিলেন ৷ তরুণীর মনে হয়েছিল, মেয়েরা বেশি ঝগড়া করে ৷ তাই একজন ছেলের সঙ্গে থাকাই শ্রেয়৷ আজ তাঁরা কাপল৷’’

কিন্তু অভ্রর পরিচালনায় পর্দার ফ্ল্যাটমেটরা কি পরে প্রেমের জুটি হবেন? সেটা জানতে হলে চোখ রাখতে হবে এই ওয়েবসিরিজে ৷ বারো ঘর এক উঠোনের ভাড়াটের বদলে আজকের প্রজন্ম ঝকঝকে ফ্ল্যাটমেট ৷ তারা নিজেদের চাওয়া পাওয়া বুঝে নিতে জানে ৷ জানে, পেশাদারের মতো ছাদ ভাগ করে নিতে ৷

advertisement

বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের সহকারী হিসেবে কাজ করে আসা অভ্রর লেখা গল্পে মেদিনীপুর থেকে কলকাতায় আসা রম্য একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ৷ জলপাইগুড়ির মেয়ে তৃষা মেহন্দিশিল্পী ৷ সেইসঙ্গে বিয়েবাড়িতে ‘সঙ্গীত’ পরিকল্পক ৷ দু’জনেরই ছকভাঙা পেশা ৷ সেই দুনিয়ায় তাঁরা পায়ের নীচে জমি খুঁজছেন ৷ যাত্রাপথে দেখা একে অন্যের সঙ্গে ৷

advertisement

জলপাইগুড়ি থেকে কলকাতায় আসা তৃষা একজন যুবককেই চান ফ্ল্যাটমেট হিসেবে ৷ ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার পর রীতিমতো সাক্ষাৎকার নেন তিনি ৷ কফিশপে একাধিক তরুণের সঙ্গে কথা বলার পর তাঁর পছন্দ হয় রম্যকেই ৷ অপ্রতিভ এই তরুণকেই তাঁর মনে ধরে ৷ দু’জনে থাকতে শুরু করেন ফ্ল্যাটবন্ধু হিসেবে ৷ ফ্লার্ট, ক্যাজুয়াল সেক্স থেকে আলোকবর্ষ দূরে তাঁদের সম্পর্ক ৷ তাঁদের সম্পর্কের গতিপথ নিয়েই এগোয় এই রমকম ৷ অভ্রর কথায়, ‘‘আমি রিলেশনশিপ ড্রামা ভালবাসি ৷ সন্পর্কের গল্প বলতে ভালবাসি ৷ চরিত্র তৈরি করতে পছন্দ করি ৷’’

advertisement

রম্য কি ফ্ল্যাটমেট হয়েই থেকে যাবেন? নাকি তাঁদের সম্পর্ক পরিবর্তিত হবে প্রেমে? সেই চড়াই উতরাইয়ে বড় ভূমিকা নিয়েছে স্ট্যান্ড আপ কমেডি ৷ গল্পের পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন অভ্র ৷ স্ট্যান্ড আপ কমেডির অংশে সংলাপ স্বর্ণাভ দে এবং অনিরুদ্ধ বলের ৷ তাঁরা দু’জনেই স্ট্যান্ড আপ কমেডিয়ান ৷ রম্যর চরিত্রে অভিনয় করেছেন শ্রমণ চট্টোপাধ্যায় ৷ ‘ডমরু’, ‘বিবাহ ডায়েরিজ’, ‘চলচ্চিত্র সার্কাস’-এর মতো ছবি এবং ‘রক্তকরবী’, ‘খোঁজ’-সহ একাধিক নাটকের উজ্জ্বল মুখ শ্রমণ মুম্বই থেকে এসে এই ছবির কাজ করেছেন ৷

অন্যদিকে চরিত্রে ঐশ্বর্য সেন বাংলা বিনোদনের দুনিয়ায় পরিচিত মুখ ৷ ‘পটলকুমার গানওয়ালা’, ‘ইচ্ছেনদী’, ‘শুভদৃষ্টি’ ধারাবাহিকের অভিনেত্রী অভিনয় করেছেন হিন্দি ছবি এবং ওয়েবসিরিজেও ৷ তাঁদের পাশাপাশি ‘অহনা’ চরিত্রটিও উল্লেখযোগ্য ৷ সেই ভূমিকায় অভিনয় করেছেন মধুরিমা ঘোষ ৷ নাট্যকর্মী মধুরিমা কাজ করেছেন অন্য ওয়েবসিরিজেও ৷ গল্পে রম্যর পারফরম্যান্স পরিশীলিত হওয়ার পিছনে মধুরিমার অবদান অনেক ৷ এই ওয়েব সিরিজে ক্যামেরা করেছেন মৃন্ময় মন্ডল ৷ গানে আর আবহ সংগীতে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন সায়ান – সম্রাট ৷ শীর্ষসঙ্গীত গেয়েছেন তিস্তা চট্টোপাধ্যায় ৷ গজল ও রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

পরিচালক অভ্রর কথায়, এই রমকম আদতে নতুন শহরে দুই তরুণ তরুণীর সংগ্রামেরও গল্প ৷ ৬ পর্ব জুড়েই দর্শকদের জন্য অপেক্ষা করে আছে টুইস্ট অ্যান্ড টার্ন ৷ কিন্তু ওয়েবসিরিজে রোম্যান্টিক কমেডি কেন? প্রশ্নের উত্তর দিতে ক্ষণিকও ভাবলেন না অভ্র ৷ তিনি এর আগে লেখক হিসেবে কাজ করেছেন ‘শব্দ জব্দ’ এবং ‘সুফিয়ানা টু’-তে ৷ ‘চোরাবালি’ এবং ‘এলার চার অধ্যায়’ ছবিতেও তিনি সহকারী লেখক ও সহকারী পরিচালক ৷ জানালেন, ‘‘দর্শকের পছন্দ পাল্টেছে ৷ এক বছর ধরে ডার্ক থ্রিলার দেখতে দেখতে তঁরা ক্লান্ত ৷ তাই এ বার তাঁদের জন্য রমকম৷’’ পরিচালক হিসেবে প্রথম ওয়েবসিরিজ নিয়ে আত্মবিশ্বাসী এই তরুণ তুর্কি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Web Series : ফ্ল্যাটমেট থেকে কি প্রণয়ী হবেন রম্য-তৃষা? কমেডিয়ান ও মেহন্দিশিল্পীকে নিয়ে রোমান্টিক কমেডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল