সঞ্চালক অমিশ দেবগনের সঙ্গে কথোপকথনের সময় গড়করিকে বলিউড অভিনেতা, অভিনেত্রীদের কিছু ছবি দেখানো হয়। এর মধ্যে ছিলেন রণবীর কাপুর, রণবীর সিং, বিক্রান্ত মাসে, আলিয়া ভাট, কিয়ারা আডবাণী এবং তাপসী পান্নু। সঞ্চালক এই অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে থেকে গড়করিকে প্রিয় তারকা বেছে নিতে বলেন। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রত্যেকের কাজই তাঁর পছন্দ। তবে অমিতাভ বচ্চন তাঁর প্রিয় অভিনেতা।
advertisement
গড়করির কথায়, ‘আমাদের সময় ছিলেন অমিতাভ বচ্চন। উনিই আমার প্রিয় অভিনেতা’। এরপর বিগ বি-র সঙ্গে নিজের স্মৃতির ঝাঁপি উপুড় করে দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘আমি চোখ বন্ধ করে অমিতাভ বচ্চনকে অনুসরণ করতাম। একবার তাঁকে বলেছিলাম, আমি আপনার ‘জঞ্জির’ ৩ বার দেখেছি। ‘আনন্দ’ দেখেছি ৪ বার। অমিতাভের অ্যাকশন সিনেমাই আমায় বেশি টানত’।
১৯ এবং ২০ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ‘রাইজিং ভারত’ সামিট, সিএনএন-নিউজ ১৮-এর মার্কি লিডারশিপ কনক্লেভের চতুর্থ সংস্করণ। অর্ন্তদৃষ্টিমূলক বিশ্লেষণ, চিন্তা চেতনায় জোয়ার আনার মতো সক্ষম প্যানেল এবং দূরদৃষ্টিমূলক বক্তব্যের মাধ্যমে ‘রাইজিং ভারত’-এর লক্ষ্য হল, সারা বিশ্বে ভারতের প্রভাবের বহুমুখী মাত্রা এবং তার মন্ত্র ‘লিডিং ফর গ্লোবাল গুড’-এর মধ্য দিয়ে সকলের জন্য ন্যয়সঙ্গত এবং সুন্দর ভবিষ্যতের সন্ধান করা। অনুষ্ঠানের মূল বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: ‘দল ভাল বলেই আমি ভাল’, রাইজিং ভারত সামিটে আত্মবিশ্বাসী নীতীন গড়করি
আরও পড়ুন: ‘বিজেপি এবার ৪০০ পেরিয়ে যাবে’ রাইজিং ভারত সামিট ২০২৪-এ বললেন নীতীন গড়করি
শীর্ষ সম্মেলনের প্রথম দিনে গড়করি ছাড়াও বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, অযোধ্যার শ্রীরাম মন্দিরের স্থপতি আশিস সোমপুরা এবং রাম লালার গয়না প্রস্তুতকারক জিতেন্দ্র মিশ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘নয়া ভারত, উভরতা ভারত’ শীর্ষক মূল ভাষণের মধ্য দিয়ে শীর্ষ সম্মেলনের প্রথম দিন শেষ হবে।
সামিটের দ্বিতীয় দিনে বিনোদন জগতের জনপ্রিয় মুখ, যেমন সিদ্ধার্থ মালহোত্রা, বেদাঙ্গ রায়নারা উপস্থিত থাকবেন। দেখা যাবে ক্রিকেট জগতের কিংবদন্তী এবি ডিভিলিয়ার্স, ব্রেট লি, আকাশ চোপড়া, আঞ্জুম চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারদের। নিজ নিজ ক্ষেত্র নিয়ে এই জমকালো অনুষ্ঠানে কথা বলবেন তাঁরা। ‘রাইজিং ভারত: লিডিং ফর গ্লোবাল গুড’ শীর্ষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল ভাষণ দিয়ে এই শীর্ষ সম্মেলন শেষ হবে।