TRENDING:

বাবাকে শেষবারের মতো দেখতে চাই, প্রশাসনের কাছে অনুরোধ করলেন ঋষি কন্যা ঋদ্ধিমা

Last Updated:

এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন ঋষি স্ত্রী নীতু কাপুর ও পুত্র রণবীর কাপুর ৷ হাসপাতালে পৌঁছেছেন আলিয়া ভাটও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লকডাউন ! গোটা দেশ জুড়ে করোনার মোকাবিলার জন্য প্রায় স্তব্ধ সব কিছু ৷ এরই মাঝে খবর এল বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর ৷ বয়স হয়েছিল ৬৭ ৷
advertisement

এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন ঋষি স্ত্রী নীতু কাপুর ও পুত্র রণবীর কাপুর ৷ হাসপাতালে পৌঁছেছেন আলিয়া ভাটও ৷ তবে বাবার মৃত্যুর খবর ফোনেই শুনলেন মেয়ে ঋদ্ধিমা ৷

দিল্লিতে নিজের পরিবারের সঙ্গেই রয়েছেন ঋষি কন্যা ঋদ্ধিমা ৷ বাবা ঋষি কাপুরের মৃত্যুর খবর পেয়ে লকডাউনের কারণে এখনও মুম্বইতে এসে পৌঁছতে পারেননি তিনি ৷ খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছেন তাঁকে মুম্বইতে যাওয়ার অনুমতি দিতে ৷ তিনি জানিয়েছেন, শেষবারের মতো বাবাকে দেখতে চাই ৷ দয়া করে আমাকে মুম্বই যাওয়ার জন্য অনুমতি দিন ৷

advertisement

শেষ পাওয়া খবর অনুযায়ী, গৃহ-মন্ত্রকের তরফ থেকে মুম্বইতে আসার অনুমতি পেয়েছেন ঋদ্ধিমা ৷

ঋষির মৃত্যুর পর কাপুর পরিবারের তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হল দেশবাসী ও ফ্যানদের উদ্দেশে ৷ কাপুর পরিবার এই বার্তায় লিখলেন, ‘প্রিয় ঋষি কাপুর আজ আর নেই ৷ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি ৷ প্রায় দু’বছর ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন ঋষি কাপুর৷ চিকিৎসকরা জানিয়েছেন মৃত্যুর আগে পর্যন্ত গোটা হাসপাতালের মানুষজনকে এন্টারটেন করে গিয়েছেন ৷ তিনি এরকমই মানুষ ছিলেন, হাসতে ভালবাসতেন, হাসাতে ভালবাসতেন ৷ গোটা পৃথিবী যেন তাঁর এই হাসি মুখটাই মনে করে থাকে ৷ তাঁর চলে যাওয়া সত্যিই বড় ক্ষতি ৷ তবে তিনি যা দিয়ে গিয়েছেন, তা অসীম ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

এই বার্তায় কাপুর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হল, ‘দেশ এখন বিপর্যয়ের মুখে ৷ করোনার প্রকোপ ৷ রাস্তায় ভিড় করা এখন একেবারেই উচিত নয় ৷ তাই ফ্যানদের জানাই দেশের আইনকে সম্মান জানান ৷ তাহলে খুশি হবে ঋষি কাপুরের আত্মা ৷ এই দুর্দিনে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ৷’

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবাকে শেষবারের মতো দেখতে চাই, প্রশাসনের কাছে অনুরোধ করলেন ঋষি কন্যা ঋদ্ধিমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল