মায়ের ভালবাসার প্রতি কুর্নিশ জানিয়ে নীতু সিং-এর একটি অতি সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ বেশ কিছুদিন ধরেই ঋদ্ধিমা তাঁর প্রয়াত বাবার ছবি শেয়ার করছেন ৷ এবার মাদার্স ডে উপলক্ষে ইনস্টাগ্রামে নীতু সিং-এর একটি স্টোরি শেয়ার করেছেন ৷ ছবিতে পোষ্যের সঙ্গে হাস্বোজ্বল মুখ নীতু সিং-এর, ছবিতে লিখেছেন 'আমার সুন্দরী মাকে হ্যাপি মাদার্স ডে ৷' একই সঙ্গে আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে মায়ের সঙ্গে দেখা গিয়েছে ঋদ্ধিমাকে ৷
advertisement
ছবির ক্যাপশান দিয়েছেন- 'আমার মা-ই আমার কাছে সব ৷' মা-মেয়ের আবেগের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ছবিতেই ফুটে উঠেছে মায়ের কতখানি খেয়াল রাখেন ঋদ্ধিমা ৷ মাকে কখনও একা ছাড়বেন না, প্রতি মুহূর্তেই মা নীতু সিং-এর সঙ্গে চলার অঙ্গীকার মেয়ে ঋদ্ধিমার ৷