সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নয়া ভিডিও পোস্ট করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ঋদ্ধিমা ঘোষ৷ ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রঙের বাথরোব জড়িয়ে হেঁটে আসছেন নায়িকা৷ তারপর হাততালি দিতেই মুহূর্তে বদলে যাচ্ছে পোশাক৷ মাল্টিরঙের এই পোশাকে ঋদ্ধিমাকে দেখে সকলেই হতবাক হয়ে গেছেন৷
আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?
advertisement
আরও পড়ুন-হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল
হলুদ রঙের ঢিলেঢালা কাফতান, পায়ে স্নিকার্স, মাথায় টপ নট, কানে রিং পরে ঋদ্ধিমাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ প্রতিদিনই ভক্তদের ধরে রাখতে কিছু না কিছু শেয়ার করে চলেছেন ঋদ্ধিমা৷ তেমনই নয়া ভিডিওতে শোরগোল ফেলে দিয়েছেন টলিপাড়ার হবু মা৷ এই মুহূর্তে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন নায়িকা৷ শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ৷ উল্লেখ্য, ২০১৭ সালে ২৮ শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব ও ঋদ্ধিমা৷ বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন তারকা দম্পতি৷ প্রতি মুহূর্তে নতুন প্রাণের উপস্থিতি উপভোগ করছেন হবু মা৷ প্রেগন্যান্সির প্রতিটা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন ঋদ্ধিমা৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ তারপরই কোল আলো করে আসবে তাঁদের সন্তান৷