আরও পড়ুন: বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কলকাতায় নেমেই অর্জুন চৌরাসিয়ার বাড়ি যাচ্ছেন অমিত শাহ
ছবিতে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছাবার্তা৷ অনুরাগীরা শুভ কামনা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রীকে৷ তাঁর সুস্থ জীবন কামনা করেছেন সকলেই৷
নাতিকে নিয়ে তিনি এমনিতেই গর্বিত৷ ঋদ্ধি জাতীয় পুরস্কার পাওয়ার পর আপ্লুত হয়েছিলেন তিনি৷ একের পর এক বড় পর্দার হিট ছবি, ওটিটিতেও দক্ষতা- সব মিলিয়ে ঋদ্ধির ভাঁড়ারও কম নয়৷
advertisement
আরও পড়ুন: কী নৃশংস! এই বিরল প্রাণীর সঙ্গে যা ঘটল ওদলাবাড়িতে, শুনলে চমকে উঠবেন
বহু বছর দাপটের সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন চিত্রা৷ জ্ঞানেশ মুখোপাধ্যায়ের অধীনে কাজ শুরু করেন। রবি ঘোষের সঙ্গেও কাজ করেন। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় উনিশে এপ্রিল ছবিতে 'বয়া'র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি৷ দেবশ্রী রায়ের সঙ্গে তাঁর অদ্ভুত রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের৷ প্রাণ পেয়েছিল চরিত্রটি৷ বহু বছর পর উড়নচন্ডী ছবি দিয়ে ফিরে আসেন তিনি৷